পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata inaugurates Dhana Dhanya Auditorium: উন্নয়নের স্বার্থে শান্তির বার্তা মুখ্যমন্ত্রীর, ধনধান্যের উদ্বোধনে তুললেন দার্জিলিং প্রসঙ্গ - ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধন

বৃহস্পতিবার কলকাতার আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ উন্নয়নের স্বার্থে কী বার্তা দিলেন তিনি ?

Mamata Banerjee inaugurates Dhana Dhanya Auditorium in Kolkata
অডিটোরিয়াম উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্য়ায়

By

Published : Apr 13, 2023, 5:43 PM IST

Updated : Apr 13, 2023, 6:03 PM IST

কলকাতা 13 এপ্রিল: 'নতুন দার্জিলিঙে' উন্নয়নের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বললেন, পরিবেশ, পরিস্থিতি শান্ত থাকলে তবেই তো উন্নয়ন হবে ! অথচ, দার্জিলিঙে 10-11 বছর অন্তর একটি করে ঝামেলা হয় ৷ মুখ্যমন্ত্রীর এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল ৷ প্রসঙ্গত, বৃহস্পতিবার কলকাতার আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধন করেন মমতা ৷ সেই উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকেই উন্নয়নের স্বার্থে শান্তি কায়েম রাখার পক্ষে সওয়াল করেন তিনি ৷ মনে করিয়ে দেন, বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা এবং বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর এবং তাঁর সরকারের প্রধান লক্ষ্য ৷

এদিনের সভামঞ্চে বক্তব্য রাখতে উঠে প্রথমেই উন্নয়েনর খতিয়ান তুলে ধরেন মমতা ৷ এদিন মূলত তিনি সেইসব নির্মাণের উল্লেখ করেন, যেগুলি তাঁর সরকারের আমলে প্রতিষ্ঠিত হয়েছে ৷ তার মধ্যেই হঠাৎ করে দার্জিলিঙের উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ৷ প্রসঙ্গত, এদিনই নানা ইস্যুতে উত্তরবঙ্গের প্রধান প্রশাসনিক কার্যালয় উত্তরকন্য়া অভিযান করে ডিওয়াইএফআই ৷ বাম যুবদের সেই কর্মসূচি ঘিরে শিলিগুড়িতে ধুন্ধুমার বাধে ৷ পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা ৷ তাছাড়া, ইদানীংকালে পাহাড়ের রাজনীতিতেও নিত্যনতুন সমীকরণ তৈরি হচ্ছে ! বদলে যাচ্ছে আগের রসায়ন ! যার জেরে পাহাড়ে তৃণমূলবিরোধী রাজনৈতিক শক্তি আবারও একটু একটু করে দানা বাঁধার চেষ্টা করছে ৷ প্রসঙ্গত, অতীতে দীর্ঘ বনধের সাক্ষী থেকেছে পাহাড় ৷ যার জন্য নাস্তানাবুদ হতে হয়েছে আমজনতাকে ৷ থমকে থেকেছে উন্নয়নের কাজও ৷

মমতা তাঁর ভাষণের একেবারে প্রাথমিক পর্যায়ে অতীতের সেইসব ঘটনা, কিংবা পাহাড়ের রাজনীতি নিয়ে বিস্তারিত কোনও মন্তব্য না করলেও কার্যত এককথায় বুঝিয়ে দিয়েছেন, সমতলে যেভাবে একের পর এক উন্নয়নমূলক পরিকাঠামো গড়ে উঠছে, পাহাড়েও তা গড়ে তোলা সম্ভব ৷ তবে, তার জন্য পাহাড়কে শান্ত থাকতে হবে ৷

আরও পড়ুন:পয়লা বৈশাখের আগেই নববর্ষের উপহার ! লক্ষ্মীবারে ধনধান্য়ের উদ্বোধন মমতার

এদিনের মঞ্চ থেকে বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ও ভাষা নিয়েও আওয়াজ তোলেন মমতা ৷ তাঁর বক্তব্য, বাঙালি হিন্দি, ইংরেজি যে ভাষাতেই কথা বলুক, দিন শেষে সে বাঙালিই ৷ তাই বাংলার ঐতিহ্য তাকে রক্ষা করতেই হবে ৷ মমতা বলেন, শঙ্খ আকৃতির এই নয়া অডিটোরিয়াম আদতে বাঙালি সংস্কৃতিরই প্রতীক ৷ সেই কারণেই শঙ্খের আদলে এই নির্মাণ গড়ে তোলা হয়েছে ৷ যে দরিদ্র শ্রমিকরা এই অডিটোরিয়াম তৈরি করেছেন, তাঁদের একদিনের জন্য এই স্টেডিয়ামে আমন্ত্রণ জানানোর নির্দেশ দিয়েছেন মমতা ৷ ওই শ্রমিকদের ডেকে এনে এই মঞ্চেই সংবর্ধনা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি ৷

Last Updated : Apr 13, 2023, 6:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details