কলকাতা 13 এপ্রিল: 'নতুন দার্জিলিঙে' উন্নয়নের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বললেন, পরিবেশ, পরিস্থিতি শান্ত থাকলে তবেই তো উন্নয়ন হবে ! অথচ, দার্জিলিঙে 10-11 বছর অন্তর একটি করে ঝামেলা হয় ৷ মুখ্যমন্ত্রীর এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল ৷ প্রসঙ্গত, বৃহস্পতিবার কলকাতার আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধন করেন মমতা ৷ সেই উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকেই উন্নয়নের স্বার্থে শান্তি কায়েম রাখার পক্ষে সওয়াল করেন তিনি ৷ মনে করিয়ে দেন, বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা এবং বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর এবং তাঁর সরকারের প্রধান লক্ষ্য ৷
এদিনের সভামঞ্চে বক্তব্য রাখতে উঠে প্রথমেই উন্নয়েনর খতিয়ান তুলে ধরেন মমতা ৷ এদিন মূলত তিনি সেইসব নির্মাণের উল্লেখ করেন, যেগুলি তাঁর সরকারের আমলে প্রতিষ্ঠিত হয়েছে ৷ তার মধ্যেই হঠাৎ করে দার্জিলিঙের উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ৷ প্রসঙ্গত, এদিনই নানা ইস্যুতে উত্তরবঙ্গের প্রধান প্রশাসনিক কার্যালয় উত্তরকন্য়া অভিযান করে ডিওয়াইএফআই ৷ বাম যুবদের সেই কর্মসূচি ঘিরে শিলিগুড়িতে ধুন্ধুমার বাধে ৷ পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা ৷ তাছাড়া, ইদানীংকালে পাহাড়ের রাজনীতিতেও নিত্যনতুন সমীকরণ তৈরি হচ্ছে ! বদলে যাচ্ছে আগের রসায়ন ! যার জেরে পাহাড়ে তৃণমূলবিরোধী রাজনৈতিক শক্তি আবারও একটু একটু করে দানা বাঁধার চেষ্টা করছে ৷ প্রসঙ্গত, অতীতে দীর্ঘ বনধের সাক্ষী থেকেছে পাহাড় ৷ যার জন্য নাস্তানাবুদ হতে হয়েছে আমজনতাকে ৷ থমকে থেকেছে উন্নয়নের কাজও ৷