পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Dances for President: আদিবাসীর সাজে নাচের তালে রাষ্ট্রপতিকে সংবর্ধনা মমতার - মমতা বন্দ্যোপাধ্যায়ের নাচ

আদিবাসীর সাজে তাঁদেরই নাচের তালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Mamata Banerjee honours President Murmu) সংবর্ধনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Dances for President)৷ নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর এই প্রচেষ্টার জন্য উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে তাঁর প্রশংসা করেছেন রাষ্ট্রপতি ৷

Mamata Dances ETV Bharat
আদিবাসীর সাজে নাচের তালে রাষ্ট্রপতিকে সংবর্ধনা মমতার

By

Published : Mar 27, 2023, 5:58 PM IST

Updated : Mar 27, 2023, 6:41 PM IST

আদিবাসীর নাচের তালে রাষ্ট্রপতিকে সংবর্ধনা মমতার

কলকাতা, 27 মার্চ: আদিবাসীদের নাচের তালে অংশ নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Mamata Banerjee honours President Murmu) স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Dances for President)৷ রীতিমতো আদিবাসী সাজে সজ্জিত হয়ে ধামসা বাজিয়ে আদিবাসী নাচে পা মেলান তিনি ৷ মুখ্যমন্ত্রীর এ হেন প্রচেষ্টায় আপ্লুত রাষ্ট্রপতি ৷ তিনি উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে অভিবাদন জানান মুখ্যমন্ত্রীকে ৷

সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের তরফে সংবর্ধনা জানানো হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ৷ তখনই মঞ্চে আদিবাসী নৃত্যশিল্পীদের সঙ্গে যোগ দেন মুখ্যমন্ত্রী ৷ তার আগে তাঁকে আদিবাসীদের মতো করে কাপড় পরিয়ে দেন এক আদিবাসী মহিলা ৷ প্রথমে ধামসা বাজানো, তারপর আদিবাসী নাচ - নেতাজি ইন্ডোরে ততক্ষণে অন্য রকম একটা পরিবেশ তৈরি করে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশের শিল্পীদের হাত ধরে, তাঁদের অনুকরণ করে তাঁদের পায়ের সঙ্গে পা মিলিয়ে তালে তালে পা ফেলতে থাকেন মুখ্যমন্ত্রী ৷

মুখ্যমন্ত্রীর এই প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ তিনি উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে সম্ভাষণ জানান বাংলার মুখ্যমন্ত্রীকে ৷ আদিবাসী রাষ্ট্রপতিকে এ ভাবে সংবর্ধনা জানানোয় দ্রৌপদী মুর্মুকেও বেশ আনন্দিত হতে দেখা গিয়েছে ৷ এরপর রাষ্ট্রপতির হাতে দুর্গার মূর্তি ও বিশ্ব বাংলার প্রতিকৃতি তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন:দেশকে বিপর্যয় থেকে বাঁচাতে সংবিধান রক্ষা করুন, রাষ্ট্রপতির কাছে আর্জি মুখ্যমন্ত্রী মমতার

আদিবাসীদের নাচের তালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পা মেলানোর ঘটনা এই প্রথম নয় ৷ এর আগেও তাঁকে আদিবাসী নাচে যোগ দিতে দেখা গিয়েছে ৷ গত বছর রেড রোডে স্বাধীনতা দিবসের হীরকজয়ন্তী পালনের অনুষ্ঠানে আদিবাসী নৃত্যের তালে পা মেলাতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । কোভিড কাটিয়ে গত বছর প্রথম রেড রোডের অনুষ্ঠানে সাধারণ দর্শক উপস্থিত ছিলেন । বর্ণাঢ্য নানা অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতা দিবসের উদযাপন করে রাজ্য । সেখানেই আদিবাসী নৃত্য পরিবেশনের সময় শিল্পীদের হাত ধরে তাল মেলাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে ।

এর আগে, 2021 সালে ফালাকাটার মিল রোডের ময়দানে আদিবাসীদের গণবিবাহ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তাঁদের নাচের তালে পা মেলান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েন জেলার প্রায় 450 জন ।

Last Updated : Mar 27, 2023, 6:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details