পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata's Meeting on Adenovirus: অ্যাডিনো-আতঙ্ক বৃদ্ধিতে স্বাস্থ্যসচিবের সঙ্গে নবান্নে বৈঠক উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

গত 24 ঘণ্টায় 5 জন শিশুর মৃত্যু হয়েছে ৷ তাদের উপসর্গের সঙ্গে অ্যাডিনো ভাইরাসের উপসর্গের মিল রয়েছে বলে জানা গিয়েছে ৷ এই পরিস্থিতিতে মঙ্গলবার স্বাস্থ্যসচিবের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee Meeting on Adenovirus) ৷

Nabanna
Nabanna

By

Published : Feb 28, 2023, 5:33 PM IST

কলকাতা, 28 ফেব্রুয়ারি: অ্যাডিনো ভাইরাসের (Adenovirus) বাড়বাড়ন্ত রাজ্যে । বিভিন্ন প্রান্ত থেকে শিশুদের আক্রান্ত হওয়ার খবর আসছে । ভাইরাসের কারণে গত 24 ঘণ্টায় অন্তত 5 জন শিশুর মৃত্যু হয়েছে শহরে । শুধুমাত্র কলকাতা মেডিক্যাল কলেজেই (Kolkata Medical College) মঙ্গলবার সকালে মৃত্যু হয়েছে দুই শিশুর । এই অবস্থায় উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এই নিয়ে নবান্নে একটা বৈঠক ডাকলেন তিনি ।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকে নবান্নে ডেকে পাঠান । এবং কেন এই ধরনের ঘটনা ঘটছে, সে সম্পর্কে তাঁর কাছ থেকে জানতে চান (Mamata Meeting with Health Secretary) । নবান্ন সূত্রে খবর, এদিন স্বাস্থ্যসচিব স্পষ্টভাবেই মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেছেন যে স্বাস্থ্য দফতরের তরফ থেকে এর জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ ইতিমধ্যেই করা হয়েছে ।

ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে গাইডলাইন জারি করা হয়েছে এবং সমস্ত হাসপাতালগুলোকে বলা হয়েছে, যতটা সম্ভব বাচ্চাদের চিকিৎসার জন্য পরিকাঠামো প্রস্তুত রাখতে । কিন্তু সমস্যা হল চিকিৎসাধীন শিশুর সংখ্যা এতই বেশি, প্রতিদিন এত সংখ্যক শিশুদের নিয়ে বাবা-মায়েরা আসছেন, তাতে বেডের সমস্যা হচ্ছে ।

এদিন উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসচিবকে নির্দেশ দিয়েছেন, সমস্ত হাসপাতালগুলিকে এই সংকটের জন্য প্রস্তুত থাকতে বলতে । হাসপাতালে আসা কোনও রোগীকেই ফেরত পাঠানো যাবে না । যারা আসবে তাদের সকলকেই চিকিৎসার ব্যবস্থা করতে হবে । এই দিনের বৈঠকে স্বাস্থ্য দফতরের বিশেষজ্ঞদের তরফ থেকে কয়েকটি উদ্বেগজনক বিষয় উল্লেখ করা হয় ৷ তার মধ্যে অন্যতম বাচ্চাদের শ্বাসকষ্ট শুরু হওয়া না পর্যন্ত বহু ক্ষেত্রে বাবা মায়েরা শিশুদের ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন না । ফলে সমস্যা ক্রমেই জটিল হয়ে যাচ্ছে ।

এক্ষেত্রে স্বাস্থ্য দফতরের বিশেষজ্ঞরা বলেছেন, শুরুতেই চিকিৎসকের কাছে নিয়ে গেলে বিপদ এড়ানো যায় । সেই দিকটার উপর নজর দিয়ে বাবা-মাকে বাড়তি সতর্কতা নেওয়ার বিষয়ে আবেদন জানানো হয়েছে নবান্নের তরফ থেকে । ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে শিশুদের সতর্কতা নিয়ে আলাদা করে কোনও গাইডলাইন জারি করা যায় কি না, তা ভাবনা চিন্তা করা হচ্ছে । মোটের উপর সরকার উদ্বিগ্ন শিশু সুরক্ষা নিয়ে কোনোরকমের খামতি রাখতে চাইছে না নবান্ন ৷

আরও পড়ুন:অ্যাডিনো আতঙ্কের মাঝেই 24 ঘণ্টায় রাজ্যে 4 শিশুর মৃত্যু নিউমোনিয়ায়

ABOUT THE AUTHOR

...view details