কলকাতা, 22 অগস্ট: দুর্গাপুজো কমিটিগুলির জন্য অনুদান আরও বাড়াল রাজ্য সরকার ৷ আজ নেতাজি ইনডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে, এ বছর পুজো কমিটিগুলিকে 70 হাজার টাকা করে অনুদান দেওয়া হবে ৷ এখানেই শেষ নয় ৷ এতদিন বিদ্যুতের বিলের দুই-তৃতীয়াংশ বহন করতে হত পুজো কমিটিগুলিকে ৷ এ বার তাদের বিদ্যুতের বিলের এক-চতুর্থাংশ খরচ দিতে হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ এ ব্যাপারে সিইএসসি ও রাজ্য বিদ্যুৎ পর্ষদের সঙ্গে তাঁর কথাও হয়ে গিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ৷
2020 ও 2021 সালে রাজ্যের পুজো কমিটিগুলিকে 50 হাজার টাকা করে অনুদান দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গত বছর সেই টাকা বাড়িয়ে ক্লাবগুলিকে 60 হাজার টাকা অনুদান দেওয়া হয়েছিল । এ বছর এক ধাক্কায় তা বাড়িয়ে 70 হাজার টাকা করা হল । একইসঙ্গে, এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন গত বছরের মতো পৌরসভা ও দমকলকে কোনও অর্থ দিতে হবে না পুজো কমিটিগুলিকে ।
এ দিন মুখ্যমন্ত্রী পুজো কমিটিগুলির জন্য অনুদানের টাকা ঘোষণার পর বলেন, এই নিয়ে তো আবার কেউ কেউ কোর্ট কেসে চলে যাবেন । কেন ক্লাবগুলো বা পুজো কমিটিগুলো টাকা পাবে ! মুখ্যমন্ত্রী বলেন, এই জন্যই তারা টাকা পাবে, কারণ সরকারের উন্নয়নমূলক কর্মসূচিগুলি প্রচার করে এরা । টাকাগুলো এই কারণেই দেওয়া হয় ৷ তারা এই অর্থ দিয়ে মানুষের সচেতনতা বাড়ায় । মানুষকে সজাগ করে ।
মুখ্যমন্ত্রীর কথায়, "কিছু কিছু আরশোলা বাইরে বসে আছে । তারা কালকে গিয়ে একটা পিআইএল ঠুকবে । এটা এমন নয় যে, আমরা ক্লাব কিনছি টাকা দিয়ে । আমাদের টাকা কম । টাকা নেই । প্রথমে শুরু করেছিলাম 25 হাজার দিয়ে । তারপর কোভিড হল পরপর দু'বছর । আপনারাও চাঁদা পত্র ঠিকঠাক পাননি । বিজ্ঞাপনও পাননি । খুব কষ্ট করে পুজো করতে হয়েছিল । তাই করোনাকালে তা 50 হাজার করা হয়েছিল । গত বছর তা 60 হাজার টাকা করা হয় । এ বার সেটাই 10,000 টাকা বাড়িয়ে 70 হাজার করা হল ।"