কলকাতা, 28 এপ্রিল : কোরোনা আক্রান্তরা বাড়িতে থেকেই টেলিমেডিসিনের সাহায্য়ে চিকিৎসা করাতে পারবেন । গতকাল সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারপর থেকেই সমালোচনায় সরব হয়েছে রাজ্যের বিরোধী দলগুলি। এপ্রসঙ্গে আজ রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান বলেন, "মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় রাজ্যের মানুষের মনোবল ভেঙে যাবে। আসলে মুখ্যমন্ত্রীর মানসিক ভারসাম্য হারিয়েছে ।"
গতকাল রাজ্যে কোরোনা পরিস্থিতি নিয়ে চলা সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় "সকলেই চান বাড়িতে থাকতে । ফলে যদি কেউ মনে করেন, তাহলে তাঁরা বাড়ি থেকেই চিকিৎসা করাতে পারবেন । নিজের বাড়িতেই কোয়ারানটিনে থাকুক তাঁরা । যাঁদের আশ্রয় রয়েছে, বাড়ি রয়েছে, তাঁদের কোরোনা হলে বাড়িতেই কোয়ারানটিনে রাখা যাবে । তাঁরা টেলিমেডিসিনের সাহায্য নিয়ে চিকিৎসা করাতে পারেন । স্বাস্থ্য দপ্তর বিষয়টা মনিটরিং করবে ।" মুখ্যমন্ত্রীর এহেন ঘোষণার পরই তাঁর তীব্র সমালোচনা করেন বিরোধীরা । এই ঘোষণা নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করে । এবিষয়ে আজ রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান বলেন, "মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় রাজ্যের মানুষের মনোবল ভেঙে যাবে। রাজ্যের মানুষ তীব্র মানসিক দ্বিধার মধ্যে থাকবেন। এধরনের ঘোষণার মধ্যে দিয়েই বোঝা যায় তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন ।"কোরোনা আক্রান্তদের হোম কোয়ারানটিনে থাকার কথা কি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকায় আছে? প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান।