কলকাতা, 17 মার্চ: পঞ্চায়েত নির্বাচনের আগে আজ তৃণমূল কংগ্রেসের মেগা বৈঠক (Mamata Banerjee Meeting Before Panchayet Election)। ভোটযুদ্ধে নামানোর আগে দলীয় স্তরে আজ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিয়োগ দুর্নীতি মামলায় একদা দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এই মুহূর্তে জেলে । এই মামলাতেই জেলের মধ্যে রয়েছেন দলের একাধিক নেতাও ।
পাশাপাশি গরু ও কয়লা পাচার মামলায় কারাগারে রয়েছেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । এই অবস্থায় দলের ভাবমূর্তি উদ্ধার করে জনগণের কাছে ভোট চাইতে যাওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয় । সেই জায়গা থেকে দলের রণকৌশল কী হতে চলেছে তা ঠিক করতেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই বৈঠক ডেকেছেন বলে খবর । আজকের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির শীর্ষ নেতৃত্ব । দলের নেতাদের উদ্দেশ্যে তৃণমূল সুপ্রিমো কী বার্তা দেন, সেদিকেই এখন নজর গোটা রাজ্যের ।
আজকের বৈঠকে সম্ভাব্য আলোচ্য বিষয় :
সম্প্রতি সাগরদিঘি উপনির্বাচনে হার তৃণমূলকে বড় ধাক্কা দিয়েছে । বিশেষ করে এই হারে তৃণমূলের সঙ্গে থাকা সংখ্যালঘু ভোটব্যাঙ্কের অবস্থান নিয়ে রীতিমত প্রশ্ন উঠেছে । এই অবস্থায় মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর নেতৃত্বে গড়া 5 সদস্যের তদন্ত কমিটি আজ দলনেত্রীর হাতে এই নির্বাচনে হারের তদন্ত রিপোর্ট তুলে দেবেন । এই রিপোর্ট হাতে পাওয়ার পর দলনেত্রী আজ গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নেন কী না সেটাই এখন দেখার ৷ এই বৈঠক থেকে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে । জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীদেরই অগ্রাধিকার দেওয়া হবে । কাজের উপর ভিত্তি করে পুরনো প্রার্থীদের রিপোর্ট কার্ডই হতে চলেছে এবার প্রার্থী হওয়ার ক্ষেত্রে মূল বিচার্য বিষয় ।