পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee: ভোগ রান্না থেকে অতিথি আপ্যায়ণ, বাড়ির কালীপুজোয় 'ঘরের মেয়ে' মুখ্যমন্ত্রী মমতা - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

প্রতিবারই বাড়ির কালীপুজোয় তাঁকে দেখা যায় ব্যস্ত থাকতে, ওই একটা দিন মুখ্যমন্ত্রী যেন নিতান্ত ঘরের সাধারণ সদস্য, গৃহকর্ত্রীও বলা যায় । কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি কালীপুজোয় মেতেছে । সৌজন্যে খোদ মমতা ।

Mamata Banerjee
বাড়ির কালীপুজোয় আটপৌরে মমতা

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2023, 9:13 PM IST

কলকাতা, 12 নভেম্বর:বাড়ির কালীপুজো বলে কথা। এইদিন তাই একা হাতে সব সামলান, পালন করেন ঘরের মেয়ের দায়িত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোয় তিনি ঠিক এতটাই একনিষ্ঠ ও দায়িত্বশীল । অতিথি আপ্যায়ণ থেকে শুরু করে ভোগ রান্না, সবই সামলেছেন নিজের হাতেই । আর পাঁচটা দিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকা মুখ্যমন্ত্রী কালীঘাটে নিজের বাড়ির কালীপুজোয় একেবারেই অন্য রূপে।

মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন দেখলে প্রথমে হয়তো ভুল করতে পারেন অনেকেই। তিনি আজ পরিচিত দাপুটে নেত্রী নন, বাংলার প্রশাসনিক প্রধান এদিন সাধারণ একজন। কালীপুজোর এই বিশেষ দিনটিতে তাঁর নিজের বাড়িতে গৃহকর্ত্রীর চেহারায় দেখা যায় তাঁকে। এদিন বিকেল থেকেই আটপৌরে বসনে আপ্যায়ণ থেকে শুরু করে পুজোর আয়োজন সবটাই নিজের হাতে করেছেন মমতা। তার সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক বছর এই দিনটিতে উপবাস থেকে শুদ্ধ আচারে কালী উপাসনা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি, বিকেল থেকেই জোর আয়োজন। ভোগ রান্না-পুজোর জোগাড় সবকিছুতেই তাঁকে হাত লাগাতে দেখা গিয়েছে ।

প্রত্যেক বছর কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোর দিনটি সকলের জন্য অবারিত দ্বার। তাই রাজ্যের নেতা-মন্ত্রী থেকে শুরু করে চলচ্চিত্র জগতের অভিনেতা-অভিনেত্রীরা প্রত্যেক বছরই এই দিনটিতে আসেন কালীঘাটের এই টালির বাড়িতে। এবারও সন্ধ্যা গড়াতেই মুখমন্ত্রীর বাড়িতে উপস্থিত হন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম, মুখ্যমন্ত্রীর গৌতম সন্যাল প্রমুখ। ছিলেন ডিজি মনোজ মালব্য, সিপি বিনীত গোয়েল, রাজীব কুমার, জাভেদ শামীমের মতো পুলিশ কর্তারাও।

এদিন মুখ্যমন্ত্রীর বাড়িতে বিকেল থেকেই উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, ব্রাত্য বসুরা। পরে একে একে আসেন ডেরেক ওব্রায়েন, শান্তনু সেন, কুনাল ঘোষ, জয়প্রকাশ মজুমদার, দোলা সেন, অপরূপা পোদ্দার , শশী পাঁজা, স্রেয়া পান্ডে প্রমুখ। সন্ধ্যা 7 টা'র পরে আসেন অভিষেক-রুজিরা, তাঁদের ছেলে আয়াংশ ও মেয়ে আজানিয়া। সকলেই পারিবারিক পুজোয় যোগ দেন। সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর বাড়িতে পুজোয় যজ্ঞ অনুষ্ঠিত হয়। তাতে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া আসেন রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক, দলের নেতা-নেত্রীর পাশাপাশি টলিউডের কলাকুশলী রাও।

কালীঘাটের তাঁর বাড়িটি কালীপুজো উপলক্ষে রঙিন আলোয় সজ্জিত। নিরাপত্তার কড়াকড়ি ছিল চোখে পড়ার মতো। তবে জনসাধারণের বাড়িতে প্রবেশ করে শ্যামাময়ী মায়ের মূর্তি দর্শনের পূর্ণ সুযোগ ছিল। মুখ্যমন্ত্রীকে সামনে থেকে দেখার সুযোগ বিশেষ হয়ে ওঠে না শহরবাসীর । তাই অনেকেই শক্তি আরাধনা চাক্ষুস করার মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায়কেও অনেকটা কাছ থেকে দেখার সুযোগ পান ।

আরও পড়ুন:

  1. বিজয়া সম্মিলনী থেকেই চব্বিশের আগে 'শক্তি ও দুর্বলতা' পর্যালোচনা তৃণমূলের
  2. মঙ্গলবার 'বড়মা'র জাগ্রতদ্বারে অভিষেক, ভক্ত সমাগমে মুখরিত নৈহাটি

ABOUT THE AUTHOR

...view details