কলকাতা, 31 অক্টোবর: সিঙ্গুর নিয়ে টাটাকে ক্ষতিপূরণ দেওয়া সংক্রান্ত আরবিট্রাল ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আইনি পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার ৷ মঙ্গলবার সেই বিষয়টিই স্পষ্ট করে দিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তিনি বলেন, ‘‘আমাদের সরকার অবশ্যই ট্রাইবুনালের আদেশের বিরুদ্ধে আপিল করবে ।’’ পাশাপাশি তিনি এই ফের কাঠগড়ায় তুলেছেন সিপিএমকেই ৷ তাঁর কথায়, ‘‘টাটার এই পদক্ষেপ আসলে সিপিএম দ্বারা সাজানো একটি নকশার অংশ ।’’
উল্লেখ্য, সিঙ্গুরে টাটার কারখানা নিয়ে সোমবার রায় দিয়েছে আরবিট্রাল ট্রাইব্যুনাল । সেখানে নির্দেশ দেওয়া হয়েছে যে টাটা মোটরস গোষ্ঠীকে 765.78 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে । ক্ষতিপূরণের ওই অঙ্ক ছাড়াও 2016 সালের 1 সেপ্টেম্বর থেকে হিসেব করে 11 শতাংশ সুদ মেটাত হবে রাজ্যকে । এছাড়াও মামলার খরচ বাবদ আরও 1 কোটি টাকাও দিতে হবে টাটা গোষ্ঠীকে । সব মিলিয়ে প্রায় 2 হাজার কোটি টাকার ধাক্কা ।
এই নিয়ে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে আবেদন করার সুযোগ রয়েছে রাজ্য সরকারের কাছে ৷ সেই সুযোগই রাজ্য নেবে বলে এ দিন স্পষ্ট করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তিনি বলেন, ‘‘2011 সালে ক্ষমতায় আসার পর প্রথম ক্যাবিনেট মিটিংয়েই সিঙ্গুরের অবৈধ জমি অধিগ্রহণ ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । এরপর সুপ্রিম কোর্ট ও সিঙ্গুরের জমি অধিগ্রহণকে অবৈধ ও জমি আইনের পরিপন্থী বলেছিল । এক্ষেত্রে কৃষকদের কাছ থেকে জোর করে জমি অধিগ্রহণ করা হয়েছিল এবং টাটাদের তা হস্তান্তর করা হয়েছিল ।’’