কলকাতা, 9 নভেম্বর: শীতকালীন অধিবেশনে (Winter Session) আবারও নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ (CAA) নিয়ে নিন্দা প্রস্তাব আসতে চলেছে রাজ্য বিধানসভায় । অন্তত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সূত্রে এমনটাই খবর ।
প্রসঙ্গত, গুজরাত বিধানসভা নির্বাচনের আগে সেখানে নাগরিকত্ব দেওয়াকে কেন্দ্র করে এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে আরও একবার প্রাসঙ্গিক হয়ে উঠেছে সিএএ নিয়ে আলোচনা । সেই জল্পনা আরও একধাপ উস্কে দিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বক্তব্য । তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, এক যাত্রায় পৃথক ফল হয় না । গুজরাতের হিন্দুরা যখন নাগরিকত্ব পাচ্ছেন । নাগরিকত্ব পাবেন এ রাজ্যের উদ্বাস্তু হিন্দুরাও । রাজ্যে চালু হবেই নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ ।
অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, জীবদ্দশায় তিনি রাজ্যে কোনোভাবেই সিএএ লাগু হতে দেবেন না । ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব চালু হলে, বহু সাধারণ মানুষ নাগরিকত্ব হারাতে পারেন । তৈরি হতে পারে বিশৃঙ্খলা । তাই কোনোভাবেই কেন্দ্রের নাগরিকত্ব সংশোধনী আইন তিনি সমর্থন করেন না । তাঁর মতে, পশ্চিমবঙ্গের নাগরিক যারা ভোট দেন, যাঁদের আধার কার্ড, প্যান কার্ড আছে । তাঁরা সবাই নাগরিক । অতএব যাঁরা নাগরিক, তাঁদের নতুন করে নাগরিকত্বের প্রয়োজন কি !
শাসক এবং প্রধান বিরোধী দুই পক্ষের যুক্তি এবং প্রতি যুক্তির মধ্যে চলছে রাজনীতির পারদ । কোনও সন্দেহ নেই সেই রাজনীতি রাজপথের আঙিনা ছাড়িয়ে এবার আবার গিয়ে পৌঁছচ্ছে পরিষদীয় চৌহদ্দিতে । এখনও পর্যন্ত যা খবর, এই নিয়ে দ্বিতীয়বার রাজ্য বিধানসভায় সিএএ নিয়ে নিন্দা প্রস্তাব আসতে পারে । আর প্রথমবারের থেকে দ্বিতীয়বার এই আলোচনার আগেই বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ।