পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee: জি-20 প্রস্তুতি বৈঠকে সোমবার দিল্লি যাচ্ছেন মমতা, সফরের মাঝে আজমের-পুষ্কর দর্শন - সংসদের শীতকালীন অধিবেশন

জি-20 প্রস্তুতি বৈঠকে (G-20 Preparatory Meeting) যোগ দিতে 4 দিনের দিল্লি সফরে যাচ্ছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Going to Delhi) ৷ যে সফরের মাঝেই তিনি রাজস্থানে আজমের ও পুষ্কর দর্শনে যাবেন বলে নবান্ন সূত্রে খবর ৷

mamata-banerjee-going-to-delhi-on-monday-for-g-20-preparatory-meeting
mamata-banerjee-going-to-delhi-on-monday-for-g-20-preparatory-meeting

By

Published : Dec 4, 2022, 3:52 PM IST

কলকাতা, 4 ডিসেম্বর: সোমবার নির্দিষ্ট কয়েকটি কর্মসূচি নিয়ে 4 দিনের দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Going to Delhi) ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-র ডাকা জি-20 প্রস্তুতি বৈঠকে (G-20 Preparatory Meeting) যোগ দেবেন তিনি ৷ তার বাইরে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি নিয়ে এবার দিল্লি যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী ৷ যতদূর জানা যাচ্ছে, এই সফরের মাঝেই আজমের শরিফ এবং পুষ্কর যেতে পারেন মমতা ৷

আগামী 7 ডিসেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন (Winter Session of Parliament) শুরু হচ্ছে ৷ ওইদিন তৃণমূল সাংসদদের সঙ্গে দিল্লিতে সৌগত রায়ের বাড়িতে বৈঠক করবেন তিনি ৷ এরপর সংসদে সৌজন্য সাক্ষাতের জন্যও যেতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ তবে, এ নিয়ে কোনও সন্দেহ নেই যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাত্রা শুধুমাত্র জি-20 বৈঠকের জন্য নয় ৷ এই সফরের অবশ্যই এটা আলাদা রাজনৈতিক গুরুত্ব রয়েছে ৷ তিনি দিল্লি গেলেই একাধিক রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের সঙ্গে দেখা করেন ৷ স্বাভাবিকভাবেই এবারও সে ধরনের রাজনৈতিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ যদিও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এবারের সফরে তাঁর এককভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কোনও পরিকল্পনা নেই ৷ কিন্তু রাজ্যের স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করতে পারেন বলেই খবর ৷

নবান্ন সূত্র থেকে এখনও পর্যন্ত যতটুকু খবর পাওয়া যাচ্ছে, তাতে সোমবার দিল্লি পৌঁছনোর পর মঙ্গলবার তিনি ব্যক্তিগত সফরে রাজস্থানের আজমের ও পুষ্করে যেতে পারেন ৷ যা খবর পাওয়া যাচ্ছে, তাতে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজস্থান সফরকে ঘিরে আঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থা করছে অশোক গেহলত সরকার ৷ রাজস্থান প্রশাসনের তরফ থেকে যতটুকু জানা যাচ্ছে তাতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরের জন্য বিশেষ রুট তৈরি করেছে গেহলত প্রশাসন ৷ মুখ্যমন্ত্রীর যাত্রাপথের পুরোটাই নিরাপত্তার দায়িত্বে থাকবে রাজস্থান পুলিশের বিশেষ টিম ৷ ওইদিনই রাজস্থান থেকে দিল্লি ফিরে আসবেন মমতা ৷

আরও পড়ুন:7 ডিসেম্বর শীতকালীন অধিবেশন নিয়ে সৌগতর বাসভবনে সাংসদের সঙ্গে বৈঠক মমতার

দিল্লিতে 7 ডিসেম্বর সৌগত রায়ের বাড়িতে তৃণমূল সাংসদদের সঙ্গে একটি বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এখনও যা খবর, সংসদের শীতকালীন অধিবেশনে তৃণমূলের রণকৌশল কী হবে, তা এই বৈঠকে ঠিক করে দেবেন তৃণমূল সুপ্রিমো ৷ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল কোন কোন বিষয়গুলি সংসদে উত্থাপন করবে ও অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গে মিলে ফ্লোর ম্যানেজমেন্ট করবে, তা নিয়েও আলোচনা হবে বৈঠকে ৷ 8 ডিসেম্বর কলকাতায় ফিরবেন মমতা ৷

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী দিল্লি গেলেও, দলীয় কর্মসূচির বাইরে বিশেষভাবে বড় কোনও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেননি ৷ দিল্লিতে তাঁর সফর ব্যক্তিগত কর্মকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন ৷ এবারও কি তাই হবে, নাকি আরও চমক অপেক্ষা করছে তা সময় বলবে ৷

ABOUT THE AUTHOR

...view details