কলকাতা, 2 জানুয়ারি: দলের টাস্ক নিয়ে নেতা-কর্মীদের প্রতি কড়া তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তবু তারকাদের প্রতি নরম তিনি । দলের প্রত্যেক নেতা-কর্মীদের জন্য দলকে সময় দেওয়া বাধ্যতামূলক, একথা সোমবার নজরুল মঞ্চের সাংগঠনিক বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমো ।
তবে তথাকথিত রাজনীতির লোক নন যাঁরা, তাঁদের ক্ষেত্রে বিশেষ করে সংস্কৃতি, খেলাধূলা ও চলচ্চিত্র জগতের মানুষদের জন্য এবং অত্যাবশ্যকীয় কাজের ক্ষেত্রে এই নিয়মে কিছুটা হলেও শিথিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাই দেব, মিমি, নুসরত, মনোজ তিওয়ারিদের দলের সাংগঠনিক কাজ থেকে ছাড় দিলেন মমতা ।
এদিন তৃণমূল নেত্রীকে বক্তব্য রাখার সময় যাঁরা দলের কাজকর্মে সক্রিয় নন, তাঁদের নামের একটা তালিকা তুলে দেওয়া হয় । এই নামের তালিকায় ছিলেন রাজ্যসভার (Rajya Sabha) সাংসদ দোলা সেন, লোকসভার সাংসদ দেব (TMC MP Dev), নুসরত, মিমি চক্রবর্তী, বিধায়ক জুন মালিয়া ও মন্ত্রী মনোজ তেওয়ারির নাম ।
এই তালিকা হাতে পাওয়ার পরই দলনেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্দেশ্যে বলেন, ‘‘নুসরত টাইম দেয়নি । ওরা একটু ফিল্ম-টিল্ম করে, দেব, নুসরত, মিমি ওদের একটু রিলাক্সেশন দিবি ।’’ আর জুন মালিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি জানি জুন ওর বিধানসভা কেন্দ্রে ভালোই সময় দেয় ।’’