কলকাতা, 1 নভেম্বর: মনরেগা বা একশো দিনের কাজের টাকা আদায় করতে এবার বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 16 নভেম্বরের মধ্যে বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে সময় বেঁধে দিলেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী ৷ আর তা না হলে, আগামী 16 নভেম্বর নেতাজি ইন্ডোর থেকে তিনি এ নিয়ে পরবর্তী পর্যায়ের আন্দোলনের রূপরেখা তৈরি করবেন বলে জানিয়েছেন ৷ এ দিন নবান্ন থেকে ভার্চুয়ালি জানিয়েছেন মমতা ৷
100 দিনের টাকা আদায়ের জন্য প্রথম পর্বের আন্দোলনে দিল্লি গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ দিল্লি অভিযান পরবর্তীতে কলকাতায় ফিরে রাজভবনের সামনে 144 ধারার মধ্যেই ধরনা দেন তৃণমূলের দু’নম্বর ৷ সেখান থেকে একশোদিনের টাকা-সহ অন্যান্য বকেয়া মেটাতে 31 অক্টোবর পর্যন্ত সময় দিয়েছিলেন অভিষেক ৷ কিন্তু, কেন্দ্রের বিজেপি সরকার তাতে আমল দেয়নি ৷ তাই পায়ের চিকিৎসা করিয়ে ময়দানে নামলেন তৃণমূল সভানেত্রী ৷
মমতা এ দিন জানান, 16 নভেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন তিনি ৷ তার মধ্যে 100 দিনের টাকা না এলে, ওইদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে পরবর্তী আন্দোলনের ভবিষ্যত্ রূপরেখা তৈরি করবেন ৷ এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘দীর্ঘদিন আন্দোলন হয়েছে ৷ দিল্লিতেও আন্দোলন হয়েছে ৷ 100 দিনের কাজ নিয়ে আন্দোলন হয়েছে ৷ 7 হাজার কোটি টাকা রাজ্যের মানুষের পাওনা আছে ৷ ছোট মিনিস্টার টাইম দিয়েও, রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে দেখা করলেন না ৷ বিজেপির কেউ গেলে, তাঁদের আলো-বাতাস দিয়ে হাওয়া করা হয় ৷’’