কলকাতা, 30 মার্চ: রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তির বিরুদ্ধে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার রামনবমীর মিছিল চলাকালীন উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার শিবপুরের সন্ধ্যাবাজার এলাকা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে ও কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয় ৷
এই প্রসঙ্গ উল্লেখ করেই, এদিন রেড রোডের ধরনা মঞ্চ থেকে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী ৷ তিনি জানান, হাওড়ার অশান্তির ঘটনায় কড়া ব্যাবস্থা নেবে তাঁর সরকার । ধরনা মঞ্চ থেকে এদিন তিনি বলেন, "হাওড়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক । মিছিলের জন্য যে রুট ধার্য করা হয়েছিল সেটাকে পালটে মিছিল করা হয়েছে ।" মমতার মতে, একটা নির্দিষ্ট শ্রেণিকে আঘাত করার জন্য এসব করা হয়েছে । মুখ্যমন্ত্রী এদিন প্রশ্ন তুলেছেন, "কেন আনঅথরাইজড রুটে মিছিল গেল । হামলা করে, মামলা করে যদি ভাবো রেহাই পাবে তাহলে আমি বলব এমনটা হবে না । তুমি যতই শক্তিমান হও না কেনও, একদিন আসবে হামলাই কর আর মামলাই কর মানুষের দরবারে তোমাদের ফন্দি টিকবে না।"
এদিন মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, হাওড়ার ঘটনায় এদিন বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার চেষ্টা পর্যন্ত হয়েছে । তাঁর কথায়, "এত বড় সাহস বুলডোজার নিয়ে বাড়ি ভাঙতে চলে যাচ্ছে । যেন ওরা পারমিট দিয়েছে । এসব করার পর যেন সব মাফ হয়ে যাবে ।" একইসঙ্গে মেদিনীপুরেও চক্রান্তের অভিযোগ তুলেছেন মমতা । মুখ্যমন্ত্রীর অভিযোগ, সেখানেও বুলডোজার দিয়ে নতুন রাস্তাগুলি ভাঙা হচ্ছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, "আমরা কোনও হিন্দু, কোনও মুসলমান, কোনও শিখ, জৈন, বৌদ্ধ কাউকে ডিস্টার্ব করতে চাই না । আমি কোনও আদিবাসীকেও ডিস্টার্ব করতে চাই না । কেউ যদি মনে করে টাকা নিয়ে দুষ্কৃতী তাণ্ডব করব, তারপর সেখানে ধর্ম দেখাব । তেমনটি চলবে না । আমার ধর্ম একটাই । সেটা উন্নয়নের ধর্ম আর মানবিক ধর্ম ।"