পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee: হাওড়ায় রামনবমীর মিছিলে অশান্তির ঘটনায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর - Mamata Banerjee gives strong message

রামনবমীর মিছিলকে কেন্দ্র করে বৃহস্পতিবার হাওড়ায় অশান্তির ঘটনায় কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ মিছিলের রুট বদল নিয়ে তুললেন প্রশ্ন মুখ্যমন্ত্রীর ৷

Etv Bharat
হিংসার বিরুদ্ধে বার্তা মমতার

By

Published : Mar 30, 2023, 9:29 PM IST

কলকাতা, 30 মার্চ: রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তির বিরুদ্ধে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার রামনবমীর মিছিল চলাকালীন উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার শিবপুরের সন্ধ্যাবাজার এলাকা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে ও কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয় ৷

এই প্রসঙ্গ উল্লেখ করেই, এদিন রেড রোডের ধরনা মঞ্চ থেকে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী ৷ তিনি জানান, হাওড়ার অশান্তির ঘটনায় কড়া ব্যাবস্থা নেবে তাঁর সরকার । ধরনা মঞ্চ থেকে এদিন তিনি বলেন, "হাওড়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক । মিছিলের জন্য যে রুট ধার্য করা হয়েছিল সেটাকে পালটে মিছিল করা হয়েছে ।" মমতার মতে, একটা নির্দিষ্ট শ্রেণিকে আঘাত করার জন্য এসব করা হয়েছে । মুখ্যমন্ত্রী এদিন প্রশ্ন তুলেছেন, "কেন আনঅথরাইজড রুটে মিছিল গেল । হামলা করে, মামলা করে যদি ভাবো রেহাই পাবে তাহলে আমি বলব এমনটা হবে না । তুমি যতই শক্তিমান হও না কেনও, একদিন আসবে হামলাই কর আর মামলাই কর মানুষের দরবারে তোমাদের ফন্দি টিকবে না।"

এদিন মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, হাওড়ার ঘটনায় এদিন বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার চেষ্টা পর্যন্ত হয়েছে । তাঁর কথায়, "এত বড় সাহস বুলডোজার নিয়ে বাড়ি ভাঙতে চলে যাচ্ছে । যেন ওরা পারমিট দিয়েছে । এসব করার পর যেন সব মাফ হয়ে যাবে ।" একইসঙ্গে মেদিনীপুরেও চক্রান্তের অভিযোগ তুলেছেন মমতা । মুখ্যমন্ত্রীর অভিযোগ, সেখানেও বুলডোজার দিয়ে নতুন রাস্তাগুলি ভাঙা হচ্ছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, "আমরা কোনও হিন্দু, কোনও মুসলমান, কোনও শিখ, জৈন, বৌদ্ধ কাউকে ডিস্টার্ব করতে চাই না । আমি কোনও আদিবাসীকেও ডিস্টার্ব করতে চাই না । কেউ যদি মনে করে টাকা নিয়ে দুষ্কৃতী তাণ্ডব করব, তারপর সেখানে ধর্ম দেখাব । তেমনটি চলবে না । আমার ধর্ম একটাই । সেটা উন্নয়নের ধর্ম আর মানবিক ধর্ম ।"

হাওড়ায় এদিন অশান্তির ঘটনায় যারা দায়ী, যারা মিছিলের রুট পরিবর্তনের অনুমতি দিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর দাবি, পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল কোনও অনুমতি নেই এমন রুটে মিছিল হবে না। তারপরেও যদি কোনও পুলিশ অনুমতি দেয়, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, "আমি কোনওভাবেই 'দাঙ্গাকারী'দের সমর্থন করি না । যে ধর্মেরই হও, অন্যায় করলে তার শাস্তি হবেই ।"

আরও পড়ুন: রামনবমীর মিছিলে হামলার অভিযোগ, রণক্ষেত্র হাওড়ার শিবপুর

প্রসঙ্গত, বৃহস্পতিবারই ধরনা মঞ্চ থেকে রমনবমী পালনের ক্ষেত্রে শান্তি বজায় রাখার আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী । জানিয়েছিলেন, রাজ্যে রামনবমীর মিছিল করার ক্ষেত্রে কোনও বিধি-নিষেধের বিষয় নেই । সকলেই শান্তিপূর্ণভাবে নিজের ধর্মীয় আচার পালন করতে পারেন। কিন্তু মিছিলের সময় সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এড়িয়ে চলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অনুরোধের কয়েক ঘন্টার মধ্যেই অশান্তির ঘটনা ঘটল হাওড়ায় ।

ABOUT THE AUTHOR

...view details