কলকাতা, 30 জানুয়ারি:রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) উদ্দেশ্যে রাজ্যের মন্ত্রী অখিল গিরির বক্তব্য সংক্রান্ত মামলা থেকে বাদ দেওয়া হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। আজ মুখ্যমন্ত্রীর আইনজীবী সপ্তাংশু বসুর তরফে এই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বাদ দেওয়ার আবেদন করা হয় । আবেদনে সাড়া দিয়ে এই মামলা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অব্যাহতি দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তবে রাজ্যকে জমা দিতে হবে হলফনামা ৷ এমনই নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।
এই মামলার পরবর্তী শুনানি 27 ফেব্রুয়ারি ৷ উল্লেখ্য, গত নভেম্বর মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে রাজ্যের মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে ৷ তাঁর এই মন্তব্যের প্রতিবাদে বিজেপি'র তরফে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের হয়। পাশাপাশি হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। এছাড়াও বিজেপি রাজনৈতিক ক্ষেত্রেও সরব হয় এই ইস্যুতে। যদিও অখিল গিরির দাবি ছিল তিনি মোটেও রাষ্ট্রপতিকে অসম্মান করে কোনও মন্তব্য করেননি। পরে মামলাতে নাম জড়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ সেই মামলা থেকে বাদ দেওয়া হল মুখ্যমন্ত্রীর নাম ৷