পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্বাস্থ্যসাথীর প্রথম কার্ড পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

নাম মমতা বন্দ্যোপাধ্যায় হলেও তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী নন । 106 নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রবীণ নাগরিক মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন তার হাতেই প্রথম স্বাস্থ্যসাথী কার্ডটি তুলে দেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম । রাজ্য সরকারের এই স্বাস্থ্যসাথী কার্ডটি পেয়ে আপ্লুত বৃদ্ধা ।

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Dec 1, 2020, 10:53 PM IST

কলকাতা, 1 ডিসেম্বর : স্বাস্থ্যসাথীর প্রথম কার্ড পেলেন মমতা বন্দ্যোপাধ্যায় । আজ থেকে শহরের বিভিন্ন এলাকায় শুরু হল দুয়ারে দুয়ারে রাজ্য সরকার কর্মসূচি । কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসককে 106 ও 104 নম্বর ওয়ার্ডে দুয়ারে দুয়ারে সরকারের কর্মসূচির উদ্বোধন করেন । মানুষের কাছে পৌঁছে দিতে সরকারের এই কর্মসূচি ।

কলকাতা পৌর নিগমের সহযোগিতায় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির সুবিধা সাধারণ মানুষের হাতে তুলে দিতে আজ থেকে বিভিন্ন ওয়ার্ডে দুয়ারে দুয়ারে সরকারের ক্যাম্প শুরু হয় । সমাজের সব মানুষ যাতে স্বাস্থ্য বীমার আওতায় অন্তর্ভুক্ত হয় সেই কারণেই রাজ্য সরকার সবার জন্য স্বাস্থ্যসাথী কার্ড শুরু করেছে । প্রথম স্বাস্থ্যসাথী কার্ডটি আজ ফিরহাদ হাকিম তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে।

নাম মমতা বন্দ্যোপাধ্যায় হলেও তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী নন । 106 নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রবীণ নাগরিক মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন তার হাতেই প্রথম স্বাস্থ্যসাথী কার্ডটি তুলে দেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম । রাজ্য সরকারের এই স্বাস্থ্য সাথী কার্ডটি পেয়ে আপ্লুত বৃদ্ধা ।

আজ থেকে শুরু হওয়া দুয়ারে দুয়ারে সরকারের এই কর্মসূচি আগামী বছরের জানুয়ারি মাস পর্যন্ত চলবে । রাজ্য সরকারের যে প্রকল্পগুলি রয়েছে যাতে মানুষ আরও বেশি করে জানতে পারে এবং প্রকল্পগুলির আরও বেশি সুযোগ-সুবিধা নিতে পারে তার জন্য এই কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার ।

ABOUT THE AUTHOR

...view details