কলকাতা 17 জুন : নন্দীগ্রামের ফলকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ভোটে কারচুপির অভিযোগ তুলেছেন তিনি ৷ আজ সকাল 11 টা নাগাদ কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে ৷
এবারের নির্বাচনে পাখির চোখ ছিল নন্দীগ্রাম ৷ মমতা বনাম শুভেন্দু অধিকারী ৷ দুই হেভিওয়েট প্রার্থীর ভোট লড়াইয়ের অন্তিম পরিণতির দিকে তাকিয়েছিল গোটা দেশ ৷ 2 মে 17 রাউন্ড ভোটগণনার পর খবর আসে মমতা বন্দ্যোপাধ্যায় সংশ্লিষ্ট কেন্দ্র থেকে জয়ী হয়েছেন ৷ উচ্ছ্বাসে বাঁধ ভাঙে তৃণমূল সমর্থকদের ৷ কিন্তু সন্ধ্যা নামতেই শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে পিছিয়ে শুভেন্দু অধিকারীর থেকে ৷ 1 হাজার 736 ভোটে শুভেন্দুর জয়ের খবর আসে ৷ তারপর থেকেই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর ৷ কারণ মমতার জয়ের কোনও তথ্য প্রকাশ করতে পারেনি নির্বাচন কমিশন ৷ রিটার্নিং অফিসারকে শুভেন্দু অধিকারীর তরফে প্রাণনাশের হুমকি দেওয়াও হয়েছিল বলেও অভিযোগ ওঠে মমতার তরফে ৷ প্রশ্ন ওঠে শুভেন্দুর জয় নিয়ে ৷ তারপর জল গড়িয়েছে বিস্তর ৷