কলকাতা, 27 ডিসেম্বর: বছরের শুরুতেই গঙ্গাসাগর মেলা। মেলার পরিস্থিতি খতিয়ে দেখতে একগুচ্ছ পদক্ষেপ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলা উপলক্ষে দফতর ধরে ধরে সমস্ত ব্যবস্থা পর্যালোচনা করেন তিনি। পুণ্যার্থীদের সুবিধার্থে অতিরিক্ত ট্রেন-বাস চালানো শুরু করে অতিরিক্ত লঞ্চের ব্যবস্থা-নিরাপত্তার সব দিক বুধবার খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 12 জানুয়ারি থেকে শুরু হবে এবছরের গঙ্গাসাগর মেলা। পুর্ণাথীরা আসতে শুরু করবে 8 জানুয়ারি থেকে। মেলা চলবে 17 জানুয়ারি পর্যন্ত। এই মেলা নিয়ে যাতে কোনওরকম বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলার অবনতি না হয় তার জন্য এদিন প্রশাসনের শীর্ষ অফিসারা নজরদারি করবেন। বুধবার নবান্নে গঙ্গাসাগর মেলা নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মেলায় যাতায়াতের জন্য পূর্বরেল শিয়ালদা থেকে 66টি অতিরিক্ত ট্রেন চালাবে। প্রতিদিন 16 থেকে 17টি অতিরিক্ত ট্রেন চলবে ক্যানিং, নামখানা, কাকদ্বীপ শাখায়। এদিনের বৈঠকের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতায়াতের জন্য প্রয়োজনীয় বাস রাখতে।
দুই হাজার 250টি অতিরিক্ত বাস তীর্থযাত্রীদের জন্য রাখা হবে। সার্বিক নিরাপত্তার কথা ভেবে মেলা প্রাঙ্গণে থাকবে এক হাজার 150টি ক্লোজ সার্কিট ক্যামেরা। 30টি আলার্ম বোতাম থাকবে মেলার বিভিন্ন প্রান্তে। বিপদ হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় সেই জন্যই এই আয়োজন । অগ্নি নিরাপত্তার কথা ভেবে 50টি ফায়ার ব্রিগেডের গাড়িও থাকবে। এছাড়া পুণার্থীদের যাতায়াতের জন্য 32টা ভেসেল, 100 লঞ্চ থাকবে যাতায়াতের জন্য। গঙ্গাসাগরে আসা মানুষের স্বাস্থ্যের কথা ভেবে সাতটি অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছে। যেখানে থাকছে 300টি বেড। পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবার থাকছে 10 হাজার বড় শৌচালয়। 700 বাথরুমও থাকবে। পানীয় জলের জন্য ছোট ছোট সাত লক্ষ পাউচ রাখা হবে মেলা প্রাঙ্গণে। 28 জায়গায় ফার্স্ট এইড সার্ভিসও রাখা হবে। 12টা জায়গায় মেডিক্যাল টিম থাকবে ও 100 অ্যাম্বুল্যান্স থাকবে । রাখা হচ্ছে তিনটি ওয়াটার অ্যাম্বুল্যান্সও। থাকবে একটি এয়ার অ্যাম্বুল্যান্সও।