পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee: 'আমি যদি মোবাইলে নজরদারি করতে পারি, স্বাস্থ্য দফতর পারবে না কেন !' প্রশ্ন মমতার

শুক্রবার বিধানসভার (West Bengal Assembly) অন্দরেই সরকারি হাসপাতালগুলিতে (Government Hospitals) দালাল চক্রের (Tout Racket) দাপট নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ কী বললেন তিনি ?

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 25, 2022, 12:31 PM IST

Updated : Nov 25, 2022, 12:52 PM IST

কলকাতা, 25 নভেম্বর:রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে (Government Hospitals) দালাল চক্রের (Tout Racket) দাপট নিয়ে এবার সরব হলেন স্বয়ং মুখ্যমন্ত্রী ! তাও আবার বিধানসভার (West Bengal Assembly) অন্দরে ! শুক্রবার অধিবেশন (Winter Session) চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, "দালাল চক্রের হদিশ পেলেই দ্রুত জেলা পুলিশকে জানান ৷ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিন ৷ আমি যদি আমার মোবাইল থেকে নজরদারি চালাতে পারি, তাহলে স্বাস্থ্য দফতর পারবে না কেন !"

প্রসঙ্গত, এ রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে দালালদের উপদ্রবের অভিযোগ নতুন কিছু নয় ৷ সমস্যা মোকাবিলায় এদিন কড়া পদক্ষেপের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ৷ বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেন, দালালদের গতিবিধি রুখতে প্রয়োজনে নজরদারি আরও পোক্ত করতে হবে ৷ তার জন্য সিসিটিভি ক্যামেরায় আরও বেশি করে নজরদারি চালানোর নির্দেশ দেন মমতা ৷ বলেন, শুধুমাত্র দালাল চক্র বন্ধ করা নয়, সেইসঙ্গে হাসপাতালে এসে রোগীরা ঠিকমতো পরিষেবা পাচ্ছেন কিনা, তার উপরেও নজরদারি চালাতে হবে ৷ এই সমস্ত 'ভিস্যুয়াল' তথ্যের একটি তথ্যভাণ্ডার বা 'ডেটাবেস' তৈরি করারও নির্দেশ দেন মমতা ৷ সরাসরি স্বাস্থ্য দফতরকে বিষয়টি পরিচালনা করতে বলেন তিনি ৷

আরও পড়ুন:'জঙ্গলের অধিকার জঙ্গলের বাসিন্দাদের হাতেই সুরক্ষিত', বিধানসভায় বললেন মমতা

একইসঙ্গে, এদিন রাজ্যের সামগ্রিক স্বাস্থ্য পরিষেবা নিয়েও বেশ কিছু মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ৷ বুঝিয়ে দেন, স্বাস্থ্য পরিষেবা নিয়ে তিনি বিন্দুমাত্র আপস করতে রাজি নন ৷ মমতা বলেন, "রোগী হাসপাতালে এলে আগে তাঁকে প্রাথমিক চিকিৎসাটুকু দিন ৷ এমন অনেক হাসপাতাল আছে, যেখানে গেলেই আগে টাকা চায় ! সবাইকে আমি বলতে চাই, আগে চিকিৎসা দিন ৷ স্বাস্থ্য সাথী কার্ডে রোগীকে পরিষেবা দিন ৷ যাঁরা এটা করবেন না, তাঁদের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে ৷"

প্রসঙ্গত, দিন কয়েক আগেই সরকারি হাসপাতালে প্রসূতি 'রেফার' নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ বুঝিয়ে দিয়েছিলেন, রেফার-এর জন্য যদি কারও মৃত্যু হয়, তাহলে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে ৷ সেই হুঁশিয়ারির পর এদিন ফের একবার রাজ্যের স্বাস্থ্য পরিষেবা, সরকারি হাসপাতালে দালালরাজ, বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলির টাকার দাবির মতো বিষয়গুলি নিয়ে সরব হলেন তিনি ৷ ভোট মরশুমের আগে যা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷

Last Updated : Nov 25, 2022, 12:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details