কলকাতা, 4 ডিসেম্বর : "কৃষকবিরোধী" আইন প্রত্যাহার করা না হলে শুধু রাজ্য নয়, দেশজুড়ে বিক্ষোভে নামার হুঁশিয়ারি দিয়েছিলেন । এবার সিঙ্গুর আন্দোলনের স্মৃতি উসকে কৃষকদের পাশে থাকার বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ইতিমধ্যেই কৃষক সংগঠনগুলির সঙ্গে কথা বলতে ডেরেক ও'ব্রায়েনকে পাঠিয়েছেন তিনি ।
গতকাল কৃষকদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন । সঙ্গে কেন্দ্রীয় সরকারকে আক্রমণের পাশাপাশি দিয়েছিলেন আন্দোলনে নামার হুঁশিয়ারি । আর আজ ফের কৃষকদের পাশে থাকার বার্তা দিলেন তৃণমূল নেত্রী । মনে করিয়ে দিলেন ১৪ বছর আগের কথা । ২০০৬ সালের আজকের দিনেই কলকাতায় অনশনে বসে ছিলেন তিনি । যা চলেছিল ২৬ দিন ।
আজ টুইটারে তিনি লেখেন, "কৃষিজমি জোর করে অধিগ্রহণ করা যাবে না এই দাবিতে ১৪ বছর আগে ২০০৬ সালের ৪ ডিসেম্বর কলকাতায় অনশনে বসেছিলাম । যা ২৬ দিন ধরে চলেছিল । কোনও আলোচনা ছাড়াই কেন্দ্রের আনা কৃষি বিলের বিরুদ্ধে যে কৃষকরা আন্দোলন করছেন তাঁদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি ।"