পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সিঙ্গুর আন্দোলনের স্মৃতি উসকে কৃষকদের পাশে থাকার বার্তা মমতার - farm act

২০০৬ সালের আজকের দিনেই কলকাতায় অনশনে বসে ছিলেন তিনি । যা চলেছিল ২৬ দিন ।

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Dec 4, 2020, 1:34 PM IST

Updated : Dec 4, 2020, 2:34 PM IST

কলকাতা, 4 ডিসেম্বর : "কৃষকবিরোধী" আইন প্রত্যাহার করা না হলে শুধু রাজ্য নয়, দেশজুড়ে বিক্ষোভে নামার হুঁশিয়ারি দিয়েছিলেন । এবার সিঙ্গুর আন্দোলনের স্মৃতি উসকে কৃষকদের পাশে থাকার বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ইতিমধ্যেই কৃষক সংগঠনগুলির সঙ্গে কথা বলতে ডেরেক ও'ব্রায়েনকে পাঠিয়েছেন তিনি ।

গতকাল কৃষকদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন । সঙ্গে কেন্দ্রীয় সরকারকে আক্রমণের পাশাপাশি দিয়েছিলেন আন্দোলনে নামার হুঁশিয়ারি । আর আজ ফের কৃষকদের পাশে থাকার বার্তা দিলেন তৃণমূল নেত্রী । মনে করিয়ে দিলেন ১৪ বছর আগের কথা । ২০০৬ সালের আজকের দিনেই কলকাতায় অনশনে বসে ছিলেন তিনি । যা চলেছিল ২৬ দিন ।

আজ টুইটারে তিনি লেখেন, "কৃষিজমি জোর করে অধিগ্রহণ করা যাবে না এই দাবিতে ১৪ বছর আগে ২০০৬ সালের ৪ ডিসেম্বর কলকাতায় অনশনে বসেছিলাম । যা ২৬ দিন ধরে চলেছিল । কোনও আলোচনা ছাড়াই কেন্দ্রের আনা কৃষি বিলের বিরুদ্ধে যে কৃষকরা আন্দোলন করছেন তাঁদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি ।"

এদিকে কৃষকদের পাশে যে তৃণমূল নেত্রী রয়েছেন তা ফের একবার মনে করিয়ে দিয়েছেন দলের সাংসদ কাকলি ঘোষদস্তিদারও । তিনি জানান, বিক্ষোভকারী কৃষকদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে কথা বলেছেন । তিনিও তৃণমূল নেত্রীর সিঙ্গুর আন্দোলনের কথা মনে করিয়ে দিয়েছেন ।

আরও পড়ুন : কৃষকদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, বড়সড় আন্দোলনের পথে তৃণমূল

গত কয়েকদিন ধরেই কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে একাধিক কৃষক সংগঠন । তাদের সঙ্গে কেন্দ্রীয় সরকার আলোচনায় বসলেও এখনও কোনও সমাধানসূত্র বের হয়নি ।

Last Updated : Dec 4, 2020, 2:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details