কলকাতা, 6 মার্চ: অ্যাডিনো ভাইরাস নিয়ে রাজ্য বিধানসভায় নিজের উদ্বেগের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Expresses Concern in Assembly) ৷ সোমবার বিধানসভায় এই নিয়ে তিনি জানান, এখনও পর্যন্ত রাজ্যে 19 শিশুর মৃত্যু হয়েছে ৷ যার মধ্যে 6 জনের মৃত্যু অ্যাডিনো ভাইরাসের কারণে হয়েছে (Death of Children by Adenovirus) ৷ বাকি তেরো জনের ক্ষেত্রে কো-মর্বিডিটি রয়েছে ৷ একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন, করোনার পর এর একটা প্রতিক্রিয়া হচ্ছে ৷ সেই কারণে বিষয়টা নিয়ে অত্যন্ত সাবধানে থাকার আবেদন করেছেন মুখ্য়মন্ত্রী ৷ এক্ষেত্রে আগামিদিনে কিছু সময়ের জন্য মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
মুখ্যমন্ত্রীর কথায়, এটা শুধু বাচ্চা নয়, যে কোনও বয়সের মানুষের ক্ষেত্রেই এটা হতে পারে ৷ তবে এ নিয়ে অযথা আতঙ্কিত না-হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি ৷ সর্দি, কাশি, জ্বরের ক্ষেত্রে সকলকে সতর্ক থাকতে বলেছেন তিনি ৷ এসবের ক্ষেত্রে অবহেলা না-করে ডাক্তার দেখিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন ৷ এখনও পর্যন্ত এই সমস্যা কমবেশি সব রাজ্যেই হয়েছে ৷ সেই রাজ্যগুলি এ নিয়ে আলাদা করে চিন্তা করছে না-বলে বিধানসভায় দাবি করেছেন মুখ্যমন্ত্রী ৷ প্রশাসনের তরফে এ নিয়ে ইতিমধ্যে বৈঠক করা হয়েছে বলে জানিয়েছেন মমতা ৷ স্বাস্থ্য দফতর প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে ৷ পাশাপাশি, আর যাতে কারও মৃত্যু না হয়, এমনটাই আশা প্রকাশ করেছেন তিনি ৷