পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee flight turbulence: মুখোমুখি প্লেন এসে যাওয়াতেই বিপত্তি, বিমান দুর্বিপাক নিয়ে মুখ খুললেন মমতা

তাঁর বিমান দুর্বিপাক নিয়ে এ বার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee flight turbulence) ৷ তিনি জানান, বরাতজোরে সে দিন প্রাণে বেঁচে গিয়েছেন (Mamata Banerjee on plane incident)৷

By

Published : Mar 7, 2022, 3:48 PM IST

Mamata Banerjee explains how her plane escapes crash while returning from Varanasi
একটুর জন্য বেঁচে গিয়েছি, বিমান বিভ্রাট নিয়ে কী ইঙ্গিত দিলেন মমতা ?

কলকাতা, 7 মার্চ:খারাপ আবহাওয়া বা এয়ার টার্বুল্যান্স নয়, মুখোমুখি বিমান এসে যাওয়ায় যত বিপত্তি । একরকম চালকের দক্ষতাতেই প্রাণে রক্ষা পেয়েছেন তিনি । জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee flight turbulence)। বারাণসী থেকে কলকাতায় ফেরার পথে হঠাৎই বিমান দুর্বিপাকের মুখে পড়েন তিনি ৷ এই নিয়ে ইতিমধ্যেই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে চিঠি দিয়েছে নবান্ন ।

সোমবার বিধানসভায় প্রবেশের মুখেই মুখ্যমন্ত্রী (Mamata Banerjee news) জানিয়ে দেন বরাতজোরে প্রাণে বেঁচেছেন তিনি । আর মাত্র 10 সেকেন্ড নিচে নামলেই তাঁর বিমান দুর্ঘটনার মুখে পড়তে পারত । একইসঙ্গে এ দিন তিনি জানান, কোনও এয়ার পকেট নয়, বরং বিমান কাছাকাছি চলে আসাতেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন পাইলট । এই ঘটনা যে কাকতালীয় নয়, এমনও ইঙ্গিত দিয়েছেন তিনি ।

আরও পড়ুন:Bengal CS Letter to AAI : মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট, ডিজিসিএ-র রিপোর্ট তলব নবান্নের

কী ঘটেছিল সে দিন, এ দিন তারও ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on plane incident)। তিনি বলেন, আমার বিমান যখন (Mamata Banerjee explains how her plane escapes crash) কলকাতায় ফিরছিল, তখন হঠাৎই যাত্রাপথে আরেকটি বিমান এসে যায় ।’’ ওই বিমানের সঙ্গে সংঘর্ষ এড়াতেই মুখ্যমন্ত্রীর বিমানটিকে পাইলট 8000 ফিট নিচে নিয়ে আসেন । আর সে সময় প্রচণ্ড ঝাঁকুনি শুরু হয় । তাতে মমতা বন্দ্যোপাধ্যায় কোমরে, বুকে ও পিঠে আঘাত পান । এখনও তাঁর চোট রয়েছে । মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে, সে দিন কোনও এয়ার টার্বুল্যান্স বা আবহাওয়া খারাপ থাকার লক্ষণ ছিল না ৷

আরও পড়ুন :Mamata Flight Turbulence : আচমকা 2 হাজার ফুট নিচে মুখ্যমন্ত্রীর বিমান, পিঠে আঘাত পেলেন

ABOUT THE AUTHOR

...view details