কলকাতা, 18 জানুয়ারি : সোনিয়া গান্ধির ডাকা বৈঠকে না গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খুব বড় ধরনের কোনও ভুল করেননি । আজ এমনই মন্তব্য করেন কংগ্রেস নেতা পি চিদম্বরম । শুধু তাই নয়, বৈঠকে যোগ না দেওয়ায় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর যে ক্ষুব্ধ নন, তারও ইঙ্গিত দিলেন তিনি ।
সোনিয়ার ডাকা বৈঠকে অনুপস্থিতি নিয়ে মমতার পাশে চিদম্বরম - তৃণমূল
সোনিয়া গান্ধির বৈঠকে ছিলেন না মানেই মমতা কেন্দ্রের নীতি মেনে নেবেন এমন নয় । কার্যত এইভাবেই মমতার পাশে দাঁড়ালেন পি চিদম্বরম ।
13 জানুয়ারি BJP বিরোধী রাজনৈতিক দলগুলি নিয়ে বৈঠক করেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি । কিন্তু তাতে সাতটি বড় বিরোধী দল উপস্থিত ছিল না । যার মধ্যে তৃণমূলও ছিল । আজ প্রদেশ কংগ্রেস দপ্তর বিধানভবনে সে প্রসঙ্গেই মন্তব্য করেন কংগ্রেস নেতা পি চিদম্বরম । বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মতো আন্দোলন করছেন । বিরোধীদের বৈঠকে তিনি যাননি মানে কেন্দ্রের সব সিদ্ধান্ত মেনে নিচ্ছেন এমন ভাবা অনুচিত ।"
পি চিদম্বরম বলেন, "মমতা তাঁর ইচ্ছেমতো কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে পৃথকভাবে লড়াই করছেন । পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যের আঞ্চলিক রাজনীতির স্বার্থে সংশ্লিষ্ট রাজ্যের নেতৃত্বর কিছু বাধ্যবাধকতা থাকে । কংগ্রেস সংবিধানের জন্য লড়ছে । যারা মানুষ এবং সংবিধানের জন্য লড়াই করে তাদের সকলকে একসঙ্গে আসা উচিত । মমতা বন্দ্যোপাধ্যায় সেই লড়াইয়ে থাকবেন বলে মনে করি । "