কলকাতা, 18 জানুয়ারি: নবান্নে যাওয়ার পথে সাফাইকর্মীদের শীতবস্ত্র দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গত কয়েকদিন ধরে প্রবল ঠান্ডা পড়েছে রাজ্যে । বুধবার রাত থেকে তার সঙ্গে শুরু হয়েছে হালকা বৃষ্টি । এই আবহাওয়াতেও প্রতিদিনের মতো বৃহস্পতিবারও কাজ করছিল সাফাইকর্মীরা । কালীঘাটের বাড়ি থেকে নবান্নে যাওয়ার পথে তাদের দিকেই নজর পড়ে মুখ্যমন্ত্রীর । তাদের ডেকে গাড়িতে থাকা জ্যাকেট বিতরণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় । আকস্মিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের পদক্ষেপ দেখে প্রথমে সাফাইকর্মীরা হকচকিয়ে গেলেও পরে খুশি হয় । রাজ্যের প্রশাসনিক প্রধানকে এভাবে হাতের মুঠোয় পেয়ে নিজেদের অভাব অভিযোগের কথাও জানান অনেকেই ।
এদিন সাফাইকর্মীদের শীত পোশাক বিতরণের বিষয়টি সাধারণের জন্য নিজেই অবতারণা করেছেন মুখ্যমন্ত্রী । সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, "প্রতিদিনের মতো, আজও বাড়ি থেকে নবান্ন যাওয়ার পথে সাফাই কর্মীদের দেখে আমার কষ্ট হচ্ছিল । এই শীতের দিনে তাঁদের জীবনযাপন আমাকে ভাবায়, আমার হৃদয়ে বেদনার সঞ্চার করে । তাঁরা আমার এই শহর তথা রাজ্যকে পরিষ্কার রাখে । তাই আজ, নবান্ন যাওয়ার সময় সেই সকল মানুষের হাতে তুলে দিলাম । আমার নিজের সাধ্যমত সর্বদা সকল মানুষের পাশে থাকতে আমি বদ্ধপরিকর । আমার রাজ্যের যে-কোনও প্রান্তে কোনও একজন মানুষও যদি দুঃখে-কষ্টে থাকে, তাহলে তা আমার কাছে সমান বেদনাদায়ক । জনসেবা করার জন্যই নিজের গোটা জীবনকে সঁপে দিয়েছি গণদেবতার স্বার্থে । তাঁরা ভালো থাকলেই আমার ভালো থাকা । আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন ।"