কলকাতা, 18 মার্চ: বামফ্রন্ট আমলে চিরকুটে চাকরি ! এই রহস্যের সমাধান চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার বিকেলে দলীয় বৈঠক থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে বাম আমলে কাদের চিরকুটের মাধ্যমে চাকরি হয়েছে, তা খুঁজে বের করতে নির্দেশ দিলেন তিনি ৷ এদিন কালীঘাটে দলের বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছিলেন তৃণমূল সুপ্রিমো ৷ বৈঠকে ছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি-সহ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা ৷ এখানে শিক্ষামন্ত্রীকে চিরকুটে চাকরি সন্ধানের গুরুদায়িত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee directs Education Minister Bratya Basu to find out illegal jobs in Left Front Government) ৷
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (SSC Rectruitment Scam) শাসকদল তথা তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে বিরোধী দলগুলি ৷ কিন্তু তার 'বীজ বপন হয়েছিল বাম আমলেই' ৷ ওয়ার্কিং কমিটির বর্ধিত বৈঠকে এমনটাই বোঝানোর চেষ্টা করেন মুখ্যমন্ত্রী ৷ সূত্রের খবর, দুর্নীতির প্রশ্নে দল জিরো টলারেন্স নীতির কথা মনে করিয়েছেন মমতা ৷ তাঁর স্পষ্ট নির্দেশ, যাঁরা দুর্নীতি করেছেন তাঁদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় তৃণমূল কখনও হস্তক্ষেপ করবে না ৷ অতীতেও করেনি, আগামিদিনেও করবে না ৷ দুর্নীতি করলে নিজেকেই দায়িত্ব নিতে হবে ৷
এদিন দুর্নীতি ইস্যুতে সিপিএম, বিজেপি এবং কংগ্রেস জোট বেঁধে তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করছে বলে সরব হন মুখ্যমন্ত্রী ৷ তবে তাঁর আশ্বাস, এ নিয়ে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই ৷ বরং মাথা উঁচু করে এলাকায় রাজনীতি করে যাওয়ার পরামর্শ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো ৷ সূত্রের খবর, এদিন বৈঠকে পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে তাঁকে দশ শতাংশ দোষী বলে চিহ্নিত করেছেন নেত্রী মমতা ৷