কলকাতা, 19 নভেম্বর: পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Bengal Governor CV Ananda Bose) সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ তিনি বোসকে ফোন করেন ৷ তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয় ৷ নবান্ন সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে ৷ ওই সূত্রে দাবি, শুক্রবার সন্ধ্যায় এই ফোনালাপ হয় ৷ প্রায় 10 মিনিট ধরে তা চলে ৷ দু’জনের মধ্যে কুশল বিনিময় হয়েছে ৷
গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (President Droupadi Murmu) পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করেন প্রাক্তন আমলা সিভি আনন্দ বোসকে ৷ তিনি এখনও দায়িত্বভার গ্রহণ করেননি ৷ এই রাজ্যে স্থায়ী রাজ্যপালের পদ কয়েকমাস ধরে ফাঁকা রয়েছে ৷ জুলাই নাগাদ পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷ উপ-রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার জন্যই তিনি ইস্তফা দেন ৷ পরে তিনি উপ-রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ৷
অন্যদিকে পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব দেওয়া হয় লা গণেশনকে ৷ তিনি মণিপুরের স্থায়ী রাজ্যপাল ৷ তার সঙ্গেই অতিরিক্তি দায়িত্ব দেওয়া হয় তাঁকে ৷ তবে এই কয়েকমাসে লা গণেশনকে সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি, যেমন সক্রিয় হিসেবে দেখা যেত রাজ্যপাল ধনকড়কে ৷ এই নিয়ে সম্প্রতি বিজেপির তরফেও ক্ষোভপ্রকাশ করা হয়েছিল ৷ তাই এখন দেখার বোসের ভূমিকা কেমন হয় !