পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee in Spain: 'এখানে আসার পরই শান্তিনিকেতন নিয়ে সুখবর,' মমতার 'লাকি চার্ম' বার্সেলোনা - Mamata Banerjee in Spain

বার্সেলোনার প্রবাসী বাঙালিদের সঙ্গে আড্ডায় শান্তিনিকেতনের ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি নিয়ে মাতলেন মমতা। জানালেন, এখানে আসার পরই এই সুখবর। আনন্দিত বাংলার মুখ্যমন্ত্রীকে দেখা গেল খোশ মেজাজে ।

Etv Bharat
বার্সেলোনা থেকে উচ্ছ্বসিত বার্তা মমতার

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 11:15 PM IST

Updated : Sep 18, 2023, 6:23 AM IST

বার্সেলোনা,17 সেপ্টেম্বর:বার্সেলোনায় প্রবাসী বাঙালিদের সঙ্গে আড্ডায় শান্তিনিকেতন নিয়ে আপ্লুত মমতা বন্দ্যোপাধ্যায়ের। রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের হেরিটেজ স্বীকৃতিতে তিনি গর্বিত, এমনই জানালেন মুখ্যমন্ত্রী। শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে ইউনেসকো। মাদ্রিদ থেকে বার্সেলোনা এসে প্রবাসী বাঙালিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই শান্তিনিকেতনের এই অনন্য স্বীকৃতিকে প্রবাসীদের সঙ্গে ভাগ করে নিলেন তিনি। শান্তিনিকেতন হেরিটেজ তকমা পাওয়ার বিষয়টি এদিনের বৈঠকি আড্ডায় তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন ,"শান্তিনিকেতনকে ইউনেসকোর এই স্বীকৃতি অত্যন্ত গর্বের। বার্সেলোনা আমাদের জন্য অত্যন্ত লাকি। যেদিন আমি এখানে এলাম সেদিনই শান্তিনিকেতন হেরিটেজ তকমা পেল। আমি সারা জীবন এই কথা মনে রাখব।"

স্পেন সফরে শুরুতে মাদ্রিদেও প্রবাসী বাঙালিদের সঙ্গে একটি সাক্ষাৎ করেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর এদিন বার্সেলোনাতে এসেও প্রবাসী বাঙালিদের সঙ্গে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সেখানেই শান্তিনিকেতনের প্রসঙ্গ তুলে ধরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাড়তি পাওনা বলেই তিনি মনে করেন । বার্সেলোনায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের মধ্যে একটা বাড়তি উৎসাহ লক্ষ্য করা যায় মমতাকে ঘিরে। বাঙালি কমিউনিটির তরফ থেকে এদিন মুখ্যমন্ত্রীর জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই যোগদান করেই মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের হেরিটেজ স্বীকৃতি নিয়ে তাঁর উচ্ছ্বাস আর লুকিয়ে রাখতে পারলেন না ।

শান্তিনিকেতনের হেরিটেজ তকমা পাওয়ার পর সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বার্সেলোনায় বাঙালিদের আড্ডায় মমতা বন্দ্যোপাধ্যায় যেন আরও একবার প্রমাণ করলেন, বাঙালি হিসেবে তিনি আজ কতটা গর্বিত । কবিগুরুর প্রাণের শান্তিনিকেতন দীর্ঘ অপেক্ষা শেষে ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি পেয়েছে । সেই আনন্দই বার্সেলোনা থেকেই উদযাপন করলেন বাংলার মুখ্যমন্ত্রী।

বাঙালি কমিউনিটির সঙ্গে বৈঠকেই এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা বলেন, " রাজ্যে পয়লা বৈশাখকে বাংলা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। আপনারা যারা দেশের বাইরে থাকেন তাঁরাও পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করুন।" একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের 'বাংলার মাটি বাংলার জল' গানটিকে রাজ্য সঙ্গীত হিসাবে উদযাপনের জন্য অনুরোধ জানান।

Last Updated : Sep 18, 2023, 6:23 AM IST

ABOUT THE AUTHOR

...view details