কলকাতা, 6 নভেম্বর:রেশন দুর্নীতি নিয়ে বর্তমানে উত্তাল রাজ্য রাজনীতি ৷ এই দুর্নীতে ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ এই বিষয়টিকে হাতিয়ার করে বিরোধীপক্ষ বারংবার যখন তৃণমূল সরকারকে এই নিয়ে কাঠগড়ায় তুলছে, ঠিক সেই সময় আরও একবার জ্যোতিপ্রিয়র পাশে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উলটে রেশন দুর্নীতি নিয়ে পালটা বামেদের বিঁধলেন তিনি। তাঁর অভিযোগ, বাম আমলে এক কোটি ভুয়ো রেশন কার্ড ছিল। সেগুলি ভোটেও ব্যবহার করা হতো ৷
এদিন তাঁর নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে এক বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রী জানান, 34 বছর বামেদের সময়ের ভুয়ো রেশন কার্ড বাতিল করতেই আমাদের 8-10 বছর সময় লেগেছে । অথচ তৃণমূল সরকারের বিরুদ্ধেই রেশন দুর্নীতির কথা বলা হচ্ছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়,"আজকে পুলিশের মুখে আটা ছুড়ে দেওয়া হচ্ছে, কেন? কারণ এটাই ওদের পরম্পরা । 34 বছর ধরে চাষীদের থেকে চাল কেনা হত না । যেখানে অস্বচ্ছতা পরিষ্কার করতে গিয়ে আমাদের 10 বছর সময় লেগেছে । আমরা এক কোটি রেশন কার্ড বাদ দিয়েছি, কেন জানেন ? এক কোটি রেশন কার্ডে আগে চাল তোলা হতো বামফ্রন্টের আমলে এবং ওই এক কোটি রেশন কার্ডে ভুয়ো নামে ভোট দেওয়া হতো । এগুলি বাদ দিতে গিয়ে আমাদের সরকারের সময় লেগেছে । আমরা রেশন কার্ড ডিজিটাইজ করেছি ।"