কলকাতা, 29 অগস্ট:সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়া জোটে রয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও সিপিএম ৷ কিন্তু মঙ্গলবার জোটের অন্যতম সদস্য তৃণমূলের নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সর্বদল বৈঠকে যোগ দেয়নি বাম ও কংগ্রেস । পশ্চিমবঙ্গ দিবসের দিন নির্ধারণের জন্য এদিন এই বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী ৷ বৈঠকে কংগ্রেস ও বামেদের অনুপস্থিতি নিয়ে সর্বদল বৈঠকের শুরুতেই ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
বিজেপির মতো কংগ্রেস ও সিপিএম আগেই জানিয়েছিল তারা এই সর্বদল বৈঠকে যোগ দিচ্ছে না ৷ বাম এবং বিজেপির তরফে লিখিতভাবে মুখ্যমন্ত্রীকে তাদের না-আসার কারণ জানানো হয় ৷ কংগ্রেস তাও জানায়নি । বৈঠকের শুরুতেই এই নিয়ে দুঃখপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "আমি ইন্ডিয়া জোটে আছি, সব ব্যাপারেই যাই । কংগ্রেস ও সিপিএমের এই বৈঠকে যোগ না-দেওয়াটা তাই দুঃখজনক ।"
বুধবারই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে মুম্বই উড়ে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে একই মঞ্চে দেখা যাবে সিপিএম এবং কংগ্রেসকেও । কিন্তু সেই সফরের আগেই সিপিএম এবং কংগ্রেস নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ । তাঁর এই বক্তব্য যে কোনভাবেই জোটের পক্ষে সুখকর নয় সে কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না ।