কলকাতা, 13 ফেব্রুয়ারি: 14 ফেব্রুয়ারি ভ্যালেনটাইন্স ডে (Valentines Day), ভালোবাসার দিন ৷ সেই দিনে গরুর প্রতি ভালোবাসা প্রদর্শনের কেন্দ্রীয় নির্দেশিকা ঘিরে ব্যাপক বিতর্ক চলছিল গত কয়েকদিন ধরে ৷ বিতর্কের জেরে 14 ফেব্রুয়ারি গরু আলিঙ্গন দিবস সংক্রান্ত নির্দেশিকা প্রত্যাহারও করে কেন্দ্রের অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড (Animal Welfare Board) ৷ তার পরও এই ইস্যুতে আলোচনা থামার নাম নেই ৷ সোমবার এই নিয়ে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ নানা মন্তব্যে তিনি ইস্যুতে কটাক্ষ ছুঁড়ে দিলেন বিজেপির (BJP) দিকে ৷
বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Bengal Governor CV Ananda Bose) ভাষণ নিয়ে ধন্যবাদজ্ঞাপক প্রস্তাবের উপর সোমবার বিধানসভায় বক্তৃতা দেন মুখ্যমন্ত্রী ৷ সেখানেই তিনি এই প্রসঙ্গ তোলেন বলে বিধানসভা সূত্রে খবর ৷ ওই সূত্র দাবি করেছে যে মুখ্যমন্ত্রী এদিন বিস্ময় প্রকাশ করে বলেন, ‘‘ভ্যালেন্টাইন্স ডে-তে গরুকে নাকি জড়িয়ে ধরতে হবে !’’ এর পরই তিনি প্রশ্ন তোলেন, ‘‘কিন্তু গরু গুঁতোলে কী হবে ?’’
মুখ্যমন্ত্রীর মুখে এই কথা শুনে হাসতে থাকেন ট্রেজারি বেঞ্চের বিধায়করা ৷ যদিও ততক্ষণে বিধানসভার অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে গিয়েছেন বিরোধী বিজেপি বিধায়করা ৷ ফলে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য কিংবা সরস প্রশ্নের পালটা টিপ্পনি আসার সুযোগ ছিল না বিধানসভায় ৷