কলকাতা, 5 মে:বাজেট অধিবেশন চলাকালীন সংসদের উচ্চকক্ষে দাঁড়িয়ে বাংলাকে প্রবল কটাক্ষ ছুড়ে বলেছিলেন, ‘‘বাংলায় যাবেন না ৷ গেলেই খুন হতে পারেন।’’ শুক্রবার দু'দিনের সফরে শাহ যখন উত্তর থেকে দক্ষিণবঙ্গে একাধিক সরকারি কর্মসূচিতে যোগ দিচ্ছেন, ঠিক তখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Criticises Amit Shah) ৷
এদিন নেতাজি ইন্ডোরের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, "বাংলায় যেও না খুন হয়ে যাবে, এই কথা কেউ বললে আমার গায়ে লাগে । বাংলার অবস্থা এমন নয় । অথচ বাংলাকে কালিমালিপ্ত করার জন্য চক্রান্ত চলছে ।" এদিন নিজের বক্তব্যে কোথাও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম মুখে নেননি মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু তাতে তাঁর লক্ষ্য বুঝতে অসুবিধা হয়নি কারও ৷ তিনি আরও বলেন, "বাংলা অন্য রাজ্যের থেকে অনেক ভাল । উত্তরপ্রদেশে বিচার চাইতে গেলে পুলিশ নির্যাতিতাকেই অত্যাচার করে । বাংলায় সেটা করার সাহস কারও হবে না । কেউ যদি এমন কাজ করে, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না । এটা ইউপি নয়। এমপি নয়। এটা বাংলা। এখানে একটা ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়, রং দেখা হয় না ।" দুর্গাপুজো, সরস্বতীপুজো নিয়েও এদিন বিজেপি নেতৃত্বের মন্তব্যের সমালোচনা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে ৷