কলকাতা, 17 মে : "রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু দুর্ভাগ্যের বিষয় তিনিই সেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলিকে হুমকি দিয়ে যাচ্ছেন ৷ সিবিআইয়ের কাজে প্রতিবন্ধকতা তৈরি করছেন ৷ বাংলার মানুষের এটি খুবই দুর্ভাগ্যজনক ৷" নিজাম প্যালেসে গিয়ে মমতার বসে থাকা নিয়ে এভাবেই টুইটারে আক্রমণ শানালেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ৷
ফিরহাদ-সুব্রতরা গ্রেফতার হওয়ার কিছুক্ষণের মধ্যেই নিজাম প্যালেসের উদ্দেশে রওনা হয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এগারোটার কিছুটা পরেই পৌঁছে যান নিজাম প্যালেসে ৷ এখনও সেখানে রয়েছেন তিনি ৷ তাঁর অভিযোগ, সিবিআই বেআইনিভাবে চারজনকে গ্রেফতার করে নিয়ে এসেছে ৷ তৃণমূলের আইনজীবী অনিন্দ্য রাউত জানান মমতা সিবিআই কর্তাদের বলেন, "যেভাবে যথাযথ পদ্ধতি ছাড়াই তাঁদের গ্রেফতার করা হয়েছে, সিবিআইকে আমাকেও গ্রেফতার করতে হবে ৷"