পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাধ্যমিক উত্তীর্ণদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর - west bengal results

ফল প্রকাশিত হল মাধ্যামিকের । উত্তীর্ণদের উদ্দেশে টুইটারে শুভেচ্ছা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

ফাইল ফোটো

By

Published : May 21, 2019, 1:29 PM IST

কলকাতা, 21 মে : মাধ্যমিক উত্তীর্ণদের এবং মাধ্যামিক পরীক্ষকদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নিজের টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করে পরীক্ষার্থী ও পরীক্ষকের সঙ্গেই তাঁদের অভিভাবক ও শিক্ষকদেরও শুভেচ্ছা জানান তিনি ।

টুইটে তিনি লেখেন, "সকল মাধ্যমিক উত্তীর্ণকে আমার শুভেচ্ছা । শুভেচ্ছা মাধ্যমিক পরীক্ষকদেরও । এর সাথেই তাঁদের অভিভাবক, শিক্ষকদেরও অনেক শুভেচ্ছা । আগামীদিনে সকলে আরও ভালো করুক ।"

পরীক্ষা শেষে 88 দিনের মাথায় আজ ফল প্রকাশিত হল চলতি বছরের মাধ্যামিকের । ফল প্রকাশ করেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় । পরীক্ষার্থীর সংখ্যা 10 লাখ 50 হাজার 397 জন । যার মধ্যে সাফল্য পেয়েছেন 8 লাখ 76 হাজার 694 জন । পাশের হার 86.07 শতাংশ । যা পর্ষদের ইতিহাসে সর্বোচ্চ ।

ABOUT THE AUTHOR

...view details