কলকাতা, 30 মে: 12 জুন পটনার জোট বৈঠকে যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলনে জোট বৈঠকে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলার মুখ্যমন্ত্রী । 12 জুনের জোট বৈঠক নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে মমতা বলেন, বিরোধীদের জোট বৈঠক হচ্ছে । আগামী 12 জুন পটনাতে এই বৈঠক অনুষ্ঠিত হবে । তিনি এই বৈঠকে যোগদান করবেন বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী ।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী সাংবাদিকদের এও জানাতে ভোলেননি যে, পটনার এই জোট বৈঠকের প্রস্তাবক তিনিই । বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার যখন রাজ্যে এসেছিলেন এবং নবান্নে তাঁর সঙ্গে বৈঠক করেন, সেখানেই মমতা তাঁকে এই জোট বৈঠকের জন্য প্রস্তাব দেন । মমতার কথায়, "নীতীশজি যখন কলকাতায় আসেন, আমাদের মধ্যে বৈঠক হয়েছিল । আমি সেখানেই প্রস্তাব দিয়েছিলাম, জোটের প্রথম বৈঠক পটনাতেই হোক । কারণ, সেখান থেকেই জয়প্রকাশ নায়ারণজি আন্দোলন শুরু করেছিলেন । ওটা একটা হিন্দি বেল্ট । আমিই নীতীশজিকে বলেছিলাম, সকলকে আমন্ত্রণ জানান । যার যার আসার আসবে ।"
এরপর মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়ে দেন যে, তিনিও এই বৈঠকে উপস্থিত থাকবেন । তৃণমূল নেত্রী এ দিন বলেন, বিরোধীরা যে ক্রমেই জোটবদ্ধ হচ্ছে সেই ছবি এখন দেখা যাচ্ছে । নতুন সংসদ ভবনের উদ্বোধনে বিরোধীদের যৌথভাবে অনুপস্থিত থাকা অথবা নীতি আয়োগের বৈঠক বয়কটের সিদ্ধান্ত সেই জোটবদ্ধতাকেই সূচিত করে ।