কলকাতা, 31 জুলাই: দীর্ঘ কয়েক দশক ধরে কণ্ঠের জাদুতে তিনি শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন । তাঁর গাওয়া 'এই বাংলার মাটিতে', 'এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না', 'ও তোতা পাখি রে'র মতো অজস্র কালজয়ী গান আজও শ্রোতাদের স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে । আধুনিক, নজরুলগীতি, শ্যামাসংগীত, দেশাত্মবোধক, লোকগীতি ছাড়াও বহু ছায়াছবিতে তিনি গান গেয়েছেন । শেষদিন পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত অ্যাকাডেমির উপদেষ্টা পরিষদ ও বাংলা সংগীতমেলা কমিটির কার্যকরী সমিতির সদস্যা ছিলেন (Mamata Banerjee condoles death of Veteran Singer Nirmala Mishra) ।
শনিবার রাত 12টা 5 মিনিটে তাঁর চেতলার বাড়িতেই জীবনাবসান হয়েছে বাংলা গানের 'তোতাপাখি'র । মৃত্যুকালে নির্মলা মিশ্রের বয়স হয়েছিল 81 বছর । চেতলার বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর । সংগীতশিল্পীর প্রয়াণে শোকবার্তা এসেছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে । শোকবার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, "বিশিষ্ট সংগীতশিল্পী নির্মলা মিশ্রের প্রয়াণে আমি গভীর শোকপ্রকাশ করছি । তিনি গভীর রাতে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 81 বছর ।