পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata concerns about Behala incident: বেহালার ঘটনায় উদ্বিগ্ন মমতা; অপরাধীরা তৃণমূলী হলেও ছাড় পাবে না, আশ্বাস রত্নার - বেহালা নিয়ে রত্না চট্টোপাধ্যায়

চড়কতলার ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata concerns about Behala incident)৷ বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের (Ratna Chatterjee on Behala incident) দাবি, অপরাধীরা তৃণমূলী হলেও কেউ ছাড় পাবে না ৷

mamata-banerjee-concerns-about-behala-incident-tmc-not-supporting-this-says-ratna-chatterjee
বেহালার ঘটনায় উদ্বিগ্ন মমতা; অপরাধীরা তৃণমূলী হলেও ছাড় পাবে না, আশ্বাস রত্নার

By

Published : Apr 14, 2022, 3:39 PM IST

কলকাতা, 14 এপ্রিল:বেহালায় (TMC not supporting Behala incident) যেভাবে চড়ক মেলাকে কেন্দ্র করে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটেছে, তাতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata concerns about Behala incident)। তাঁর স্পষ্ট বার্তা, কোনওভাবে সাধারণ মানুষের অসুবিধা তৈরি করে এমন কাজ দল সমর্থন করবে না ।

মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee concerns about Behala incident) নির্দেশে বৃহস্পতিবার বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee on Behala incident) স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বেহালায় চড়ক মেলা নিয়ে হওয়া সংঘর্ষের ঘটনায় যারা যুক্ত আছে তাদের কোনও ভাবে দল সমর্থন করবে না । তিনি স্পষ্ট ভাষায় বলেন, ''তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের অসুবিধা হয় এমন কাজ সমর্থন করে না । কাজেই বেহালার ঘটনায় রাজনীতির রং দেখা হবে না । যারা রাতে তাণ্ডব চালিয়েছে, তারা যে দলেরই হোক, তাদের প্রতি কোনও সমবেদনা নেই দলের । আইন আইনের পথে চলবে । এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন ।''

প্রসঙ্গত, পুলিশি হেনস্থার অভিযোগ তুলে এ দিন বেহালা উত্তরের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের বাড়িতে ভিড় জমায় তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ । যাঁরা গিয়েছিলেন তাঁদের মধ্যে বেশিরভাগই ছিলেন মহিলা । তাঁদের অভিযোগ ছিল, পুলিশ মিথ্যে মামলা দায়ের করে তাঁদের পরিবারের লোককে ফাঁসানোর চেষ্টা করছে ।

আরও পড়ুন:TMC Clash : তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বেহালা, আহত 10

যদিও তাঁদের এই বক্তব্যকে তেমন আমল দিতে রাজি নন বিধায়ক । তিনি স্পষ্ট ভাষায় বলেন, "যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের পুলিশের কাছে আত্মসমর্পণ করতেই হবে । এরপর পুলিশ এবং আদালত ঠিক করবে তারা দোষী নাকি নিরপরাধ । ঘটনার দিন যা ঘটেছে, সমস্ত কিছু সিসিটিভি ক্যামেরায় ধরা আছে । এ ক্ষেত্রে যদি আপনাদের বাড়ির লোকেরা নিরপরাধ হন, তাহলে পুলিশের সঙ্গে সহযোগিতা করুন । বাবনকে বলুন পুলিশের কাছে আত্মসমর্পণ করতে । পালিয়ে থেকে পুলিশি তদন্ত থেকে পার পাওয়া যাবে না । এ বিষয়ে বিধায়ক হিসেবে আমার কোনও সমর্থন পাবেন না । আমার দায়বদ্ধতা মানুষের কাছে । সাধারণ মানুষ এই ঘটনায় উদ্বিগ্ন । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উদ্বিগ্ন ৷ তিনি বার বার ফোন করে খোঁজ নিচ্ছেন । আমি মানুষকে একটা বিষয়ে আশ্বস্ত করতে পারি, তৃণমূল করে বলে কোনও অপরাধীকে আড়াল করা হবে না । চড়কতলার ঘটনায় যারা জড়িত তাদের শাস্তি হবেই ।"

আরও পড়ুন:Dhankhar Slams Mamata Govt : গণতন্ত্রের গ্যাস চেম্বারে পরিণত হয়েছে রাজ্য, বিমানকে পাশে নিয়ে মন্তব্য ধনকড়ের

ABOUT THE AUTHOR

...view details