কলকাতা, 14 এপ্রিল:বেহালায় (TMC not supporting Behala incident) যেভাবে চড়ক মেলাকে কেন্দ্র করে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটেছে, তাতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata concerns about Behala incident)। তাঁর স্পষ্ট বার্তা, কোনওভাবে সাধারণ মানুষের অসুবিধা তৈরি করে এমন কাজ দল সমর্থন করবে না ।
মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee concerns about Behala incident) নির্দেশে বৃহস্পতিবার বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee on Behala incident) স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বেহালায় চড়ক মেলা নিয়ে হওয়া সংঘর্ষের ঘটনায় যারা যুক্ত আছে তাদের কোনও ভাবে দল সমর্থন করবে না । তিনি স্পষ্ট ভাষায় বলেন, ''তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের অসুবিধা হয় এমন কাজ সমর্থন করে না । কাজেই বেহালার ঘটনায় রাজনীতির রং দেখা হবে না । যারা রাতে তাণ্ডব চালিয়েছে, তারা যে দলেরই হোক, তাদের প্রতি কোনও সমবেদনা নেই দলের । আইন আইনের পথে চলবে । এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন ।''
প্রসঙ্গত, পুলিশি হেনস্থার অভিযোগ তুলে এ দিন বেহালা উত্তরের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের বাড়িতে ভিড় জমায় তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ । যাঁরা গিয়েছিলেন তাঁদের মধ্যে বেশিরভাগই ছিলেন মহিলা । তাঁদের অভিযোগ ছিল, পুলিশ মিথ্যে মামলা দায়ের করে তাঁদের পরিবারের লোককে ফাঁসানোর চেষ্টা করছে ।