কলকাতা, 27 জুলাই:মণিপুর নিয়ে বিধানসভায় বিজেপিকে রীতিমতো তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ একই সঙ্গে, বৃহস্পতিবার বিধানসভায় জবাবি ভাষণে মণিপুরের সঙ্গ কাশ্মীরের তুলনা টেনে আনেন মুখ্যমন্ত্রী ৷ তিনি স্পষ্টতই অভিযোগের সুরে জানান, মণিপুরে কোনও আইনের শাসন নেই ৷ সে রাজ্যে মা-বোনরা অত্যাচারিত হচ্ছেন বলেও অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন, "আপনাদের 'বেটি বাঁচাও, বেটি পড়াও' না বেটি জ্বালাও ! বেটি জ্বালিয়ে বেড়াচ্ছেন ৷ আপনাদের মুখে মা-বোনেদের কথা শোভা পায় না ৷"
এদিন মুখ্যমন্ত্রী বলেন, "মণিপুরে কী চলছে ? মণিপুরে মা-বোনেরা অত্যাচারিত ৷ সেখানে আইনের শাসন নেই ৷ আপনাদের মুখে বা বোনেদের কথা শোভা পায় না ৷ আগে নিজেদের ঘরের মা-বোনদের সম্মান করতে শিখুন ৷ তারপর অন্য কথা বলবেন ৷" মুখ্যমন্ত্রীর কথার মাঝেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী দলের বিধায়করা ৷ একই সঙ্গে, কালো পতাকা নিয়েও প্রতিবাদ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা ৷ যা দেখে পালটা বিজেপিকে বিঁধে মুখ্যমন্ত্রী বলেন, "কালো পতাকা মণিপুরের জন্য ৷ ধিক্কার, ধিক্কার মণিপুরের, বিজেপির সরকার ৷ সত্যি কথা শুনতে খুব তেতো লাগে ? কাশ্মীর তো আগেই শেষ করে দিয়েছেন ৷ মণিপুর জ্বলছে ৷ উত্তর-পূর্ব ভারতের রাজ্য জ্বলছে ৷ এরা গণতন্ত্র মানে না ৷"