কলকাতা, 5 জানুয়ারি : লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথীর কার্ড নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । হরিশ মুখার্জি রোডের জয়হিন্দ ভবনের দুয়ারে সরকার ক্যাম্প থেকে তিনি এই কার্ড সংগ্রহ করেন । সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম, আলাপন বন্দ্যোপাধ্যায়-রা ।
রাজ্যবাসীর পাশাপাশি স্বাস্থ্যসাথী প্রকল্পে নাম লেখান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । 10 কোটি মানুষের সাথী হওয়ার লক্ষ্য নিয়েই দুয়ারে সরকারের ক্যাম্পে স্বাস্থ্যসাথী কার্ড করান তিনি । তাছাড়া মুখ্যমন্ত্রী সাধারণভাবেই জীবনযাপন করেন । মুখ্যমন্ত্রীর বেতনও নেন না তিনি । তাঁর বার্তা, সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসার খরচের জন্য তাঁরও স্বাস্থ্যসাথীর কার্ডের প্রয়োজন রয়েছে ।