কলকাতা, 1 জুন:প্রাথমিকভাবে জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করলেও, শেষ পর্যন্ত ঢোক গিলল রাজ্য সরকার ! চার বছরের স্নাতক কোর্সে সুবিধা হবে ছাত্র-ছাত্রীদেরই ৷ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কৃতি পড়ুয়াদের সঙ্গে সাক্ষাতের সময় এমনই বক্তব্য রাখতে শোনা গেল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের গলায় ৷ একই সঙ্গে, চলতি শিক্ষাবর্ষ থেকেই রাজ্যে চালু হচ্ছে চার বছরের ডিগ্রি কোর্স, তাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী কার্যত স্বীকার করে নিয়েছেন এই বিষয়টি কেন্দ্রীয় শিক্ষানীতি মেনেই করা হচ্ছে ৷
বুধবার রাজ্যের উচ্চশিক্ষা দফতর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, জাতীয় শিক্ষানীতিকে মেনে নিতে প্রস্তুত রাজ্য সরকার। তার একদিনের মাথায়, বৃহস্পতিবার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, হাই মাদ্রাসা-সহ কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন কোন পথে রাজ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেই স্পষ্ট করে দিয়েছিলেন, চার বছরের ডিগ্রি কোর্স চালু হলেও রাজ্য জাতীয় শিক্ষানীতি যে মেনে নিচ্ছে এমনটা নয়। বরং এক্ষেত্রে রাজ্য তার নিজস্ব শিক্ষা নীতি অনুসরণ করবে। এদিন বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিলেন, চার বছরের ডিগ্রি কোর্স চালু হলে আদতে সুবিধাই হবে ছাত্র-ছাত্রীদেরই।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যে স্নাতকে যে তিন বছরের পাস কোর্স ব্যবস্থা চালু আছে, আগামী দিনেও তা তিন বছরের জন্যই থাকবে। তবে বদল আসছে অনার্স নিয়ে পড়াশোনার ক্ষেত্রে। সে ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের তিন বছরের বদলে চার বছর ডিগ্রি কোর্সের মধ্যে দিয়ে যেতে হবে। এখানেই শেষ নয় মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এক্ষেত্রে অনার্স নিয়ে যেসব ছাত্র-ছাত্রীরা পড়ছে, তারা এক বছরের জন্য পোস্ট গ্রাজুয়েট কোর্স করবে। অর্থাৎ চলতি বছর থেকে স্নাতোকত্তর ডিগ্রি নিয়ে পড়াশোনা হবে এক বছরের। সেক্ষেত্রে সামগ্রিকভাবে স্নাতক এবং স্নাতকোত্তর মিলে ছাত্র-ছাত্রীদের অতীতেও যে সময় লাগত আগামীদিনেও একই সময় লাগবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:'বাংলার ছাত্রছাত্রীরাই আগামীতে বিশ্বের গৌরব', কৃতীদের সংবর্ধনা জানিয়ে বললেন মমতা
এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্য সরকার ছাত্র-ছাত্রীদের জন্য সব ধরনের সাহায্যের করবে। পয়সার জন্য যাতে কোনও পড়ুয়ার পড়াশোনা আটকে না যায়, সে জন্যই রাজ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন, "উচ্চ শিক্ষার পথে টাকা প্রতিবন্ধকতা হবে না। এখন ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য আর তাদের বাবা-মায়ের উপরও নির্ভরশীল হয়ে থাকতে হবে না। এক্ষেত্রে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে পড়াশোনার জন্য ঋণ নিতে পারবে ছাত্র-ছাত্রীরা। তাদের গ্যারেন্টার হবে রাজ্য সরকার।" উল্লেখ্য এদিন দুপুরে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে পৌঁছন মুখ্যমন্ত্রী। তারপর প্রত্যেক জেলা ধরে ধরে কৃতি ছাত্র-ছাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। কথা বলেন অভিভাবকদের সঙ্গেও। এদিন মূলত কৃতিদের সঙ্গে সাক্ষাৎ করে ভবিষ্যৎ জীবনে এগিয়ে যাওয়ার জন্য তাদের উদ্বুদ্ধ করেন মুখ্যমন্ত্রী। আর এর মাঝেই চার বছরের ডিগ্রি কোর্স নিয়ে সরকারি ভাবনাচিন্তার বিষয়টিও স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।