কলকাতা, 2 নভেম্বর: একশো দিনের কাজের প্রকল্প নিয়ে সোশাল মিডিয়ায় মিথ্যে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই নিয়ে বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন তিনি ৷ সেখানেই এই অভিযোগ করেছেন মমতা ৷ এই নিয়ে তিনি আরও একবার নিশানা করেছেন কেন্দ্রীয় সরকারকে ৷
এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় লিখেছেন, ‘‘আমি মনরেগাতে কেন্দ্রীয় অর্থ দেওয়ার বিষয়ে একটি ইচ্ছাকৃত বিভ্রান্তিমূলক প্রচার দেখতে পাচ্ছি । আমাদের জোরালো আন্দোলন এবং বিশদ তথ্যগত রেকর্ড ও অ্যাকাউন্ট জমা দেওয়া সত্ত্বেও, কেন্দ্র তার পুরনো অবস্থান এতটুকু বদলায়নি এবং কোনও আটকে রাখা তহবিল এখনও পর্যন্ত ছাড়েনি । জনগণকে বোকা বানানোর জন্য ও বিভ্রান্তি ছড়ানোর জন্য এবং রাজ্য সরকারকে হেয় করার জন্য এইসব ভুল তথ্য ছড়ানো হচ্ছে ।’’
ওই পোস্টে মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, ‘‘আমাদের ন্যায্য প্রাপ্য না দিয়ে, আমাদের বঞ্চিত করে, উলটে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে । আদতে এক্ষেত্রে বঞ্চিত হচ্ছে রাজ্যের মানুষ ।’’
উল্লেখ্য, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল নেত্রী হিসেবে গত মার্চে এই নিয়ে দু’দিন ধরনাও দেন তিনি ৷ তাঁর মতোই এই নিয়ে সরব তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ অভিষেক একাধিকবার এই নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন ৷ প্রথমে তিনি তৃণমূলের প্রতিনিধি দল নিয়ে যান ৷ পরে বাংলার সাধারণ মানুষকেও সঙ্গে নিয়ে যান তিনি ৷ তৃণমূলের দাবি, ওই লোকেরা কেন্দ্রীয় বঞ্চনার শিকার হয়েছেন ৷