কলকাতা, 8 জুলাই : লকডাউন শুরুর পর থেকেই ত্রাণ বিলি থেকে শুরু করে রেশন বিতরণ, সবেতেই রাজ্যে দুর্নীতি চলছে বলে বারবার অভিযোগ তুলেছে BJP-সহ বিরোধী দলগুলি ৷ বিরোধীদের তোলা এই অভিযোগ নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "এত বড় আমফান হওয়ার পরও একটা-দু'টো ছোটো ঘটনা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে কোনও কোনও রাজনৈতিক দল ৷ CPI(M)-র আমলে 100 শতাংশ চুরি করত পঞ্চায়েত ৷ আমরা 100 শতাংশ না পারলেও 90 শতাংশ চোর কমিয়ে দিয়েছি ৷ আজ হাজরাতে "সেফ ড্রাইভ, সেভ লাইভ" কর্মসূচির এক অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ৷
রাজ্যে কোনও রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন মুখ্যমন্ত্রী ৷ বলেন, "আমি আমার দলকেও ছেড়ে কথা বলি না ৷ কোথাও এখনও রয়েছে ৷ সেগুলিও ঠিক করার জন্য লড়াই চলছে ৷ কংগ্রেস, CPI(M), BJP ও ADP- চারটে শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয় ৷"
কোরোনা রুখতে দেশজুড়ে লকডাউন শুরু হতেই বন্ধ হয়ে গিয়েছিল সমস্ত কাজ ৷ কাজ হারিয়ে লাখ লাখ পরিযায়ী শ্রমিক ফিরতে শুরু করেছিলেন নিজ রাজ্যে ৷ নিজ বাড়িতে ৷ কিন্তু, বাংলা ছেড়ে কোনও পরিযায়ী শ্রমিক যায়নি বলে দাবি করেন মমতা ৷ বলেন, "পশ্চিমবঙ্গ ছেড়ে কোনও পরিযায়ী শ্রমিক চলে যায়নি ৷ কারণ, আমরা মানুষকে যত্নে রাখি ৷ আমাকে এমন একটা রাজ্য, যারা সারা বছর 100 শতাংশ বিনামূল্যে রেশন দিচ্ছে ৷"