পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাম আমলের থেকে 90 শতাংশ চুরি কমিয়েছি : মুখ্যমন্ত্রী - West Bengal

লকডাউনের মধ্যে সবাই নিজের রাজ্যে ফিরলেও বাংলা ছেড়ে যায়নি কোনও পরিযায়ী শ্রমিক ৷ আজ এই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সঙ্গে তিনি জানান, পশ্চিমবঙ্গ মানুষকে যত্নে রাখে ৷

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Jul 8, 2020, 1:23 PM IST

Updated : Jul 8, 2020, 4:16 PM IST

কলকাতা, 8 জুলাই : লকডাউন শুরুর পর থেকেই ত্রাণ বিলি থেকে শুরু করে রেশন বিতরণ, সবেতেই রাজ্যে দুর্নীতি চলছে বলে বারবার অভিযোগ তুলেছে BJP-সহ বিরোধী দলগুলি ৷ বিরোধীদের তোলা এই অভিযোগ নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "এত বড় আমফান হওয়ার পরও একটা-দু'টো ছোটো ঘটনা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে কোনও কোনও রাজনৈতিক দল ৷ CPI(M)-র আমলে 100 শতাংশ চুরি করত পঞ্চায়েত ৷ আমরা 100 শতাংশ না পারলেও 90 শতাংশ চোর কমিয়ে দিয়েছি ৷ আজ হাজরাতে "সেফ ড্রাইভ, সেভ লাইভ" কর্মসূচির এক অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ৷

রাজ্যে কোনও রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন মুখ্যমন্ত্রী ৷ বলেন, "আমি আমার দলকেও ছেড়ে কথা বলি না ৷ কোথাও এখনও রয়েছে ৷ সেগুলিও ঠিক করার জন্য লড়াই চলছে ৷ কংগ্রেস, CPI(M), BJP ও ADP- চারটে শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয় ৷"

কোরোনা রুখতে দেশজুড়ে লকডাউন শুরু হতেই বন্ধ হয়ে গিয়েছিল সমস্ত কাজ ৷ কাজ হারিয়ে লাখ লাখ পরিযায়ী শ্রমিক ফিরতে শুরু করেছিলেন নিজ রাজ্যে ৷ নিজ বাড়িতে ৷ কিন্তু, বাংলা ছেড়ে কোনও পরিযায়ী শ্রমিক যায়নি বলে দাবি করেন মমতা ৷ বলেন, "পশ্চিমবঙ্গ ছেড়ে কোনও পরিযায়ী শ্রমিক চলে যায়নি ৷ কারণ, আমরা মানুষকে যত্নে রাখি ৷ আমাকে এমন একটা রাজ্য, যারা সারা বছর 100 শতাংশ বিনামূল্যে রেশন দিচ্ছে ৷"

কোরোনা মোকাবিলায় BJP ঠিক কতটা কাজ করছে বা মানুষকে কতটা সাহায্য করছে, তা উঠে আসে আজ তাঁর কথায় ৷ বলেন, "BJP-র দক্ষিণ কলকাতার সভাপতি ও তাঁর মা কোরোনায় আক্রান্ত হয়েছিলেন ৷ তিনি সাহায্য চাইলেও BJP-র দপ্তর থেকে কেউ সাহায্য করেনি ৷ আমি একটি থানার তরফে বিষয়টি জানতে পারি ৷ সঙ্গে সঙ্গে উদ্যোগ নিয়ে তাঁদের হাসপাতালে ভরতির ব্যবস্থা করি ৷ এখন তাঁরা সুস্থও হয়ে গিয়েছেন ৷"

BJP-কে পরোক্ষভাবে কটাক্ষ করে তিনি বলেন, "যারা দুর্দিনে মানুষের পাশে দাঁড়ায় না, তাদের দিয়ে কোনও কাজ হয় না ৷ জীবন দিয়ে বোঝাতে হয় যে, আমি মানুষের পাশে আছি ৷"তিনি কথা বলতে গিয়ে টেনে আনেন আমফান প্রসঙ্গও ৷ বলেন, "আমফানে সারারাত ধরে আমরা বসেছিলাম ৷ চারিদিকে নজর রাখছিলাম ৷ রাতেই টহল শুরু হয়েছিল ৷ এক সময় তো বাংলায় 24 ঘণ্টার মধ্যে 18 ঘণ্টা কারেন্ট থাকত না ৷ তখন মানুষ বলত, লোডশেডিংয়ের সরকার আর নেই দরকার ৷ আর আমফানের সময় দু'দিন দেরি হওয়ায় কতজন কত চিৎকার, অসভ্যতামি করতে শুরু করেছিল ৷ BJP, CPI(M)-র বোঝা উচিত ৷"

কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান প্রকল্পকে নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "তারা (কেন্দ্র) আয়ুষ্মান ভারত প্রকল্পে 40 শতাংশ দিচ্ছে এবং পুরো ক্রেডিট নিজেরা নিচ্ছে ৷ রাজ্য সরকারের স্বাস্থ্যসাথি মানুষকে 100 শতাংশ সাহায্য করছে ৷"

Last Updated : Jul 8, 2020, 4:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details