পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Slams DA Protesters: ডিএ আন্দোলনকারীদের বেশিরভাগেরই চিরকুটে চাকরি, অভিযোগ মমতার - কো অর্ডিনেশন কমিটি

কলকাতার রেড রোডের আম্বেদকর মূর্তির পাদদেশে বুধবার থেকে ধরনা দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee Dharna) ৷ বৃহস্পতিবার ওই মঞ্চ থেকে তিনি নিশানা করেন ডিএ নিয়ে আন্দোলনকারীদের ৷

Mamata Slams DA Protesters
Mamata Slams DA Protesters

By

Published : Mar 30, 2023, 5:00 PM IST

কলকাতা, 30 মার্চ: মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলনকারীদের বেশিরভাগেরই চিরকুটে চাকরি হয়েছে বলে অভিযোগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Slams DA Protesters) । বৃহস্পতিবার রেড রোডের ধরনা মঞ্চে বক্তব্য রাখতে উঠে মমতার নিশানার মুখে পড়েন সরকারি কর্মচারীদের সংগঠন কো-অর্ডিনেশন কমিটি (Mamata Targets Coordination Committee) ৷

শহিদ মিনারে বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে যাঁরা আন্দোলন করছেন (Protest on DA), সেই সমস্ত সরকারি কর্মচারীদের মধ্যে বাম প্রভাবিত ওই কর্মচারী সংগঠনও রয়েছে । এদিন ওই কর্মচারীদের বাম আমলে চাকরির সমস্ত তথ্য প্রমাণ খুঁজে বের করার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রীর দাবি, ‘‘আমি চিরকুটে চাকরির সমস্ত ফাইল খুঁজে বের করতে বলেছি । যাঁরা আন্দোলন করছেন, তাঁদের অধিকাংশের চিরকুটে চাকরি হয়েছে । বেতন নিচ্ছে ৷ পেনশন নিচ্ছে আরও চাই ।’’

তিনি আরও বলেন, ‘‘জনগণের টাকা নিয়ে পেন ডাউন হচ্ছে । প্রতিদিন বলছে পেন ডাউন ৷ কাজে আসব না । জানে না এগুলো জনগণের টাকা ৷ আমি সবার কথা বলছি না ৷’’ এর পর তিনি কটাক্ষ করে বলেন, ‘‘সাইলেন্স প্লিজ । নিজেদের ভালোর জন্যই চুপ থাকুন । 1 তারিখের মাইনেটা 30 তারিখেও পেতেন না । আমরা এক তারিখেই মাইনে দিই । মাস পহেলা পেনশন পান ।’’

মমতার কথায়, চিরকুটে চাকরি পেয়ে এখন সালে 55 থেকে 60 হাজার টাকা পেনশন পাচ্ছে ৷ তাঁর আমলে সেই সব লোকেদের চাকরি যায়নি ৷ অথচ এখন চাকরির পরীক্ষা হয়েছে । সেই কারণেই তিনি সিপিএম আমলে চাকরির সব ফাইল বের করতে বলেছেন বলে জানান মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘আমি সব দফতরকে নির্দেশ দিয়েছি, সব ফাইল খুঁজে বের করুন ৷ খুঁজতে খুঁজতে দেখেছেন কত কী বেরোচ্ছে । কাল শশী পাঁজা দেখিয়েছিলেন কাগজ । যতগুলো বসে আছে, তাদের ম্যাক্সিমাম চিরকুট । টাকা নিচ্ছে পেনশন নিচ্ছে ৷ আরও চাই ।’’

এদিন নাম না করে আদালতেরও সমালোচনা শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায় । তিনি বলেন, ‘‘আমরা অনেক চাকরি রেডি করে রেখেছিলাম । আমরা যাতে চাকরি দিতে না পারি তাই কখনও বলছে দুই হাজার লোকের চাকরি ছাঁটাই, কখনও বলছে পাঁচ হাজার লোকের চাকরি ছাঁটাই । বলছে দু'ঘণ্টার মধ্যে তুমি সিবিআই অফিসে যাও । দুই ঘণ্টার মধ্যে টাকা ফেরত দাও ।’’

আরও পড়ুন:ছাত্র ও যুবদের নিয়ে তৃণমূলের ব্যান্ড তৈরির পরামর্শ মমতার, নাম দিলেন জয়ী

ABOUT THE AUTHOR

...view details