কলকাতা, 15 ফেব্রুয়ারি: এক দেশ, এক আইন - এই ইস্যুতে মাঝেমধ্যেই তর্কের তুফান ওঠে বিজেপি (BJP) ও তার বিরোধীদের মধ্যে ৷ অনেকেই দেশে ইউনিফর্ম সিভিল কোড (Uniform Civil Code) চালুর দাবিতে সরব হন ৷ আবার কারও কারও দাবি, ভারতের বৈচিত্রপূর্ণ একটি দেশে এই ধরনের আইন বলবৎ করা উচিত নয় ৷ এই পরিস্থিতিতে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তাঁর অভিযোগ, কেন্দ্রের মোদি সরকার (Modi Government) ইউনিফর্ম সিভিল কোড চালু করতে চাইছে ৷ এই বিলকে আইনে পরিণত করার পরিকল্পনাও করছে ৷ কী সেই পরিকল্পনা, সেটাও এদিন স্পষ্ট করেছেন মমতা ৷
বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভায় 2023-24 আর্থিক বছরের জন্য বাজেট পেশ হয় (Bengal Budget 2023-24) ৷ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ বিধানসভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও ৷ তার পর বাইরে এসে কিছুক্ষণের জন্য তিনি সাংবাদিকদের মুখোমুখি হন ৷ সেখানেই বিবিসি (BBC)-র অফিসে আয়কর দফতরের অভিযান থেকে বিচারব্যবস্থা নিয়ে প্রতিক্রিয়া দেন ৷ তোপ দেগেন বিজেপির বিরুদ্ধে ৷ তারই মাঝে ইউনিফর্ম সিভিল কোড নিয়েও নিজের মতামত প্রকাশ করেন ৷
মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দাবি, ‘‘গতকাল তাদের (বিজেপির) সদস্য়কে দিয়ে ইউনিফর্ম সিভিল কোড বিল পেশ করেছে ৷ আমি সমস্ত ধর্ম, জাতি, বর্ণকে সমর্থন করি ৷’’ ফলে এটা স্পষ্ট যে এই ধরনের কোনও বিলের পক্ষে যে তৃণমূল কংগ্রেস থাকবে না, তা এদিন বুঝিয়ে দিয়েছেন দলের চেয়ারপার্সন ৷