কলকাতা, 26 জুন:"আমরা দিল্লিতে চেষ্টা করছি বিজেপিকে হারাতে মহাজোট করার জন্য । এরা কালও আমাকে গালাগাল করেছে । এরা এখানে মহাঘোঁট করবে । মহাঘোঁট আমি ভেঙে দেব ।" সোমবার কোচবিহারে পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে এই ভাষাতেই এ রাজ্যের বাম-বিজেপি ও কংগ্রেসকে আক্রমণ করলেন মমতা বনন্দ্যোপাধ্যায়।
তৃণমূল সুপ্রিমোর মতে, মহাজোট হবে দিল্লিতে । তবে বাংলাতে তৃণমূলই প্রধান ৷ এদিন কোচবিহারে দাঁড়িয়ে একইসঙ্গে রাজ্যের বিজেপি, সিপিএম এবং কংগ্রেস নেতৃত্বকে তোপ দেগেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরে জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোট নিয়ে জোরদার আলোচনা চলছে । 2024 লোকসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে দেশের 17টি বিরোধী রাজনৈতিক দল জোট বেঁধেছে ৷ সদ্যসমাপ্ত পটনার বৈঠক থেকে বিজেপি বিরোধী লড়াইয়ে এমন অনেক দলকে পাশাপাশি দেখা গিয়েছে যারা বিভিন্ন রাজ্যে পরস্পর পরস্পরের বিরোধী, কিন্তু বৃহত্তর স্বার্থে তারা জাতীয় ক্ষেত্রে একসঙ্গে আসতে রাজি হয়েছে ৷
আর এই জোট আলোচনায় এই রাজ্যের দুই গুরুত্বপূর্ণ বিরোধী কংগ্রেস এবং সিপিএম উপস্থিত থাকলেও, এ রাজ্যে যে জোটের রাশ তৃণমূল কংগ্রেসের হাতেই থাকবে, তা এদিন স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । গোটা দেশে একের বিরুদ্ধে এক প্রার্থীতে লড়াই এর যে ফর্মুলা তিনি বিরোধী শিবিরের সামনে এনেছেন, সেই সূত্রে তাঁর দাবি এই রাজ্যে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে প্রধান শক্তি হতে চলেছে তৃণমূল কংগ্রেসই । এদিন সেই বার্তাই দিয়েছেন তৃণমূল সুপ্রিমো ।
সোমবার কোচবিহারের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা দিল্লিতে চেষ্টা করছি বিজেপির বিরুদ্ধে মহাজোট করার জন্য । এরা কালও আমাকে গালাগাল দিয়েছে । মহাঘোঁট করবে । মহাজোটই হবে দিল্লিতে । আর বাংলাটা আমরা করব ।" রাজনৈতিক মহল মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের মাধ্যমে আসলে তুলে ধরার চেষ্টা করেছেন বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সিপিএম বা কংগ্রেস নয় তারাই প্রধান প্রতিদ্বন্দ্বী । কারণ পঞ্চায়েতে যে কংগ্রেস বা সিপিএম বিজেপির সঙ্গে বোঝাপড়া করে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে তারা কীভাবে লোকসভায় বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়াই দেবে ? এই প্রশ্ন তোলা হচ্ছে তৃণ মূল শিবির থেকে ৷ কাজেই এরাজ্যে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মমতাই প্রধান মুখ ।