পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মিছিল দেখে অভিভূত নাড্ডা, মতুয়াদের নিয়ে মমতাকে আক্রমণ - BJP-র অভিনন্দন মিছিল

কলকাতার সুবোধ মল্লিক স্কয়্যার থেকে আজ দুপুর 1টা নাগাদ শুরু হয় BJP-র অভিনন্দন মিছিল । যোগ দিয়েছিলেন BJP-র কার্যকরী সভাপতি জে পি নাড্ডা । নাগরিকত্ব (সংশোধনী) আইন হওয়ার পর নাগরিকত্ব পাচ্ছে মতুয়ারা । এই প্রসঙ্গ তুলে তিনি বারবার মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারকে আক্রমণ করেন ।

নাড্ডা
নাড্ডা

By

Published : Dec 23, 2019, 10:53 PM IST

Updated : Dec 23, 2019, 11:53 PM IST

কলকাতা, 23 ডিসেম্বর : আজ কলকাতায় BJP-র অভিনন্দন মিছিলে যোগ দিয়েছিলেন BJP-র কার্যকরী সভাপতি জে পি নাড্ডা । নাগরিকত্ব (সংশোধনী) আইনের সমর্থনে এই মিছিলে নেতৃত্ব দেন তিনি । মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারকে আক্রমণ করেন । CAA ও NRC মানুষকে তৃণমূল ভুল বোঝাচ্ছে বলেও দাবি করেন তিনি ।

কলকাতার সুবোধ মল্লিক স্কয়্যার থেকে আজ দুপুর 1টা নাগাদ শুরু হয় মিছিল ৷ শেষ হয় শ্যামবাজারে গিয়ে । মিছিল শেষে মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন নাড্ডা । বলেন, "আজ আমি বাংলায় আসতে পেরেছি, আমার সৌভাগ্য । এটা রামকৃষ্ণ পরমংহদেবের মাটি, এটা শ্রী চৈতন্যদেবের মাটি, এটা বিবেকানন্দর মাটি । তাঁদের সকলকে প্রণাম । আমি বাংলায় অনেকবার এসেছি । এখানে আগেও অনেকরকম চিত্র দেখেছি । কিন্তু আজ যা দেখছি তা আগে দেখেনি । এখানে আজ যা আমি যোশ দেখেছি, তা কোথাও দেখিনি । আমার 3 ঘণ্টা লেগে গেছে এখানে আসতে । যেভাবে মানুষ এই মিছিলকে স্বাগত জানিয়েছে তা দেখে বোঝা যাচ্ছে বাংলায় পরিবর্তন আসবে । এই এত মানুষ বোঝাচ্ছে বাংলা মোদিজির সঙ্গে রয়েছে । বাংলা নাগরিকত্ব আইনকে সমর্থন করে । আর সমর্থন করবে নাই বা কেন, বাংলা দেশভক্ত, বাংলা সংস্কৃতিপ্রিয় মানুষ । ওরা ভারতের সঙ্গে যুক্ত সকলের পুজো করে ।"

BJP-র অভিনন্দন মিছিল

নাগরিকত্ব (সংশোধনী) আইন হওয়ার পর নাগরিকত্ব পাচ্ছে মতুয়ারা । এই প্রসঙ্গ তুলে নাড্ডা বলেন, "ভোটের আগে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বড়মা'র আশীর্বাদ নিয়েছেন । বলেছেন মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু আদৌ তা হয়নি । এবার মতুয়ারা নাগরিকত্ব পাচ্ছে । এমন কী রাজবংশী, নমঃশূদ্রদের এখম মনে হচ্ছে ওরা স্বাধীন । ওনারা সম্মান পেয়েছেন । যাঁরা প্রতারিত ছিলেন তাঁদের সামনে আনা, অধিকার দেওয়া মোদিজির কাজ । আর এই ভিড় নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে । যা দেখে বোঝাই যাচ্ছে, বাংলার মানুষ ভোট ব্যাঙ্কের রাজনীতি, তোষণের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছেন । এখানে সবাই CAA-র পক্ষে । এটাকে কী বলবে ? সারা বাংলার মানুষ এখানে আছেন । যারা রাজবংশী সমাজ থেকে এসেছেন, মতুয়া সমাজ থেকে এসেছেন, তাঁদের যা জায়গা দেওয়া হয়েছে সম্মান দেওয়া হয়েছে যা মমতা বন্দ্যোপাধ্যায় আটকানোর চেষ্টা করেছেন ৷ ভোটের আগে মিথ্যা বুঝিয়েছেন, তাঁরা তাঁকে আর তাঁর রাজনীতিকে প্রত্যাখ্যান করেছেন । আমি বাংলার সবাইকে বলব, আসুন মোদিজির সঙ্গে শামিল হোন, বাংলার বিকাশকে বাড়ানোর চেষ্টা করুন ৷ এখানে বিকাশ আগে 25 শতাংশ হত, এখন 3 শতাংশ হয় । মোদিজির নেতৃত্বে এই বিকাশকে এগিয়ে নিয়ে যান ।"

দেখুন কী বললেন জে পি নাড্ডা

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরও অভিযোগ এনে জে পি নাড্ডা বলেন, "কেন্দ্রের কোনও প্রশ্নের জবাব দেন না মমতা । তাহলে কে সংবিধানের অবমাননা করছেন? একসময় আফগানিস্তানে প্রায় 50 হাজার শিখ ছিলেন, এখন মাত্র দু’হাজার শিখ রয়েছেন । বাংলাদেশ, পাকিস্তানেও উল্লেখযোগ্যভাবে কমেছে সংখ্যলঘুদের সংখ্যা । ওঁদের রক্ষা করতেই প্রধানমন্ত্রী CAA আইন করেছেন । নয়া আইনে ভারতীয় কোনও মুসলমানের ভয়ের কোনও কারণ নেই ।"

এই সংক্রান্ত আরও খবর : নাগরিকত্ব আইনের সমর্থনে আজ শহরে BJP-র মিছিল, নেতৃত্বে নাড্ডা

Last Updated : Dec 23, 2019, 11:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details