পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee: মমতার গলায় ফের 'খেলা হবে', ময়দান থেকেই কি রাজনৈতিক কর্মীদের বার্তা মুখ্যমন্ত্রীর! - Mohun Bagan ground

ফের মুখ্যমন্ত্রীর গলায় শোনা গেল 'খেলা হবে' (Khela Hobe) স্লোগান ৷ সোমবার আইএসএল ট্রফিজয় উদযাপন করতে মোহনবাগান ক্লাবে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই তাঁকে এদিন পরিচিত স্লোগান বলতে শোনা গিয়েছে ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 20, 2023, 3:30 PM IST

কলকাতা, 20 মার্চ: 'খেলা হবে' ৷ রাজনৈতিক মঞ্চ হোক কিংবা খেলার মাঠ; বারবার বাংলার বুকে অত্যন্ত গ্রহণযোগ্য হয়েছে এই স্লোগান। এই স্লোগানে ভর করে ছক্কা হাঁকিয়ে একুশে ভোট বৈতরণী পেরিয়েছিল তৃণমূল। মোহনবাগান (Mohun Bagan) মাঠে সোমবার আইএসএল জয়ের সেলিব্রেশনেও শোনা গেল সেই 'খেলা হবে'। তাও আবার স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় (Mamata Banerjee chants Khela Hobe slogan at Mohun Bagan ground)।

তবে পঞ্চায়েত নির্বাচনের আগে খেলার মাঠ থেকে 'খেলা হবে' স্লোগান ব্যবহার করে কি ঘুরিয়ে দলীয় কর্মী সমর্থকদের চাঙ্গা করলেন তৃণমূল সুপ্রিমো ? মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ ৷ আইএসএল জয়ের পর সোমবার সেই ট্রফি এসেছে মোহনবাগান ক্লাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন হাজির হয়েছিলেন মোহনবাগান তাঁবুতে জয়ের আনন্দ ভাগ করে নিতে। আর সেখানে দাঁড়িয়ে তিনি বাগানের জয় উদযাপন করতে গিয়ে যে বার্তা দিয়েছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্যের প্রশাসনিক প্রধানের বার্তায় অন্য অর্থও খুঁজে পাচ্ছে রাজনৈতিক মহলের একাংশ।

এদিন মোহনবাগানের আইএসএল জয়কে বাংলার জয় হিসেবে ব্যাখ্যা করলেন তিনি। একইসঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডানের মতো ফুটবল ক্লাব তাঁবুগুলোর সংস্কারে সাহায্য করেছে তার সরকার। তিনি বলেন, "হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে রেসট অফ ইন্ডিয়া থিঙ্কস টুমরো। মোহনবাগান সেই পথটাই আমাদের দেখিয়েছে। সব খেলার সেরা বাংলারই ফুটবল। আবার প্রমাণ করে দিয়েছে মোহনবাগান ক্লাব।" অনতিপরেই বাংলার মুখ্যমন্ত্রীর গলায় শোনা গেল, আমি মনে করি খেলা হয়েছে। আবার খেলা হবে। আবার জিততে হবে। বিশ্ব জয় করতে হবে ৷

আরও পড়ুন:'এটিকে শুনতে ভালো লাগে না, সঞ্জীবকে পালটাতে বলেছিলাম', নাম বদলে সবুজ-মেরুনের আবেগ ছুঁলেন মমতা

স্বাভাবিক চোখে এই বার্তায় জয়ের সেলিব্রেশন ছাড়া অন্য কিছু খোঁজা বোকামি। কিন্তু রাজনৈতিক মহলের একাংশ মোহনবাগানের জয়কে সামনে রেখে বাংলার মানুষের কাছে মুখ্যমন্ত্রী যে বার্তা , তাকে উপেক্ষা করছে না। আর সেখানে তৃণমূলের নির্বাচনী স্লোগান 'খেলা হবে'-র ব্যবহার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক মহল তো এও বলছেন, বীরভূমের মাটিতে বসে এক রাজনৈতিক দলের নেতাকে ভোটের আগে বলতে শোনা গিয়েছিল, 'খেলা হবে। ভয়ংকর খেলা হবে'। এটা কি তারই পুনরাবৃত্তি ? কারণ পঞ্চায়েত নির্বাচনের আগে ওই নেতাই এই মুহূর্তে রয়েছেন কারা অন্তরালে। আর ওই নির্দিষ্ট জেলাকে দেখার দায়িত্ব নিজেই নিয়েছেন মুখ্যমন্ত্রী। তাহলে এক্ষেত্রে এই খেলা হবের মাধ্যমে কি পঞ্চায়েতের আগে সেই একইভাবে দলকে চাঙ্গা করতে চাইলেন মমতা!

ABOUT THE AUTHOR

...view details