কলকাতা, 18 এপ্রিল: জাতীয় দলের তকমা বাঁচাতে অমিত শাহকে ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ মঙ্গলবার এমনই অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী ৷ সেই ইস্যুতে সরাসরি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী ৷ জানালেন, অমিত শাহকে ফোন করেছেন, এই কথা প্রমাণ করতে পারলে তিনি ইস্তফা করবেন মুখ্যমন্ত্রীর পদ থেকে ৷
মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, জাতীয় দলের তকমা বাঁচাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর এই মন্তব্যের জেরে হইচই পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে ৷ বুধবার তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ আগেই টুইট করেন ৷ শুভেন্দুর দাবিকে ডাহা মিথ্যে বলে দাবি করেন ৷
পরে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে এই নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘‘আমি খুব অবাক হয়ে অত্যাশ্চার্যজনক ভাবে কিছু মিথ্যাচার, কিছু কুৎসিত আকার, কিছু দুর্বিকার কিছু ধ্বংসাত্মক, কথাবার্তা বিজেপির একটি মিটিং থেকে দেখছিলাম ৷’’ এর পর তাঁর সংযোজন, ‘‘কী বলা হল ? কোনও একজন ভুঁইফোঁড়, কিম্ভুতকিমাকার পাবলিক মিটিংয়ে বলছেন তৃণমূলের জাতীয় তকমা চলে যাওয়ার পর আমি নাকি ওদের যিনি সবচেয়ে বড় নেতা শাহজি, তাঁকে আমি চারবার ফোন করেছি ৷’’