পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Challenges Suvendu: শাহকে ফোনের প্রমাণ দিতে পারলে মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগের চ্যালেঞ্জ মমতার - মমতা বন্দ্যোপাধ্যায়

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, তৃণমূলের জাতীয় দলের তকমা বাঁচাতে অমিত শাহরে ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই নিয়ে পালটা চ্যালেঞ্জ করলেন মমতা ৷ জানালেন, শাহকে ফোনের প্রমাণ দিতে পারলে মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করবেন ৷

Mamata Challenges Suvendu
Mamata Challenges Suvendu

By

Published : Apr 19, 2023, 3:27 PM IST

Updated : Apr 19, 2023, 5:53 PM IST

মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগের চ্যালেঞ্জ মমতার

কলকাতা, 18 এপ্রিল: জাতীয় দলের তকমা বাঁচাতে অমিত শাহকে ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ মঙ্গলবার এমনই অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী ৷ সেই ইস্যুতে সরাসরি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী ৷ জানালেন, অমিত শাহকে ফোন করেছেন, এই কথা প্রমাণ করতে পারলে তিনি ইস্তফা করবেন মুখ্যমন্ত্রীর পদ থেকে ৷

মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, জাতীয় দলের তকমা বাঁচাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর এই মন্তব্যের জেরে হইচই পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে ৷ বুধবার তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ আগেই টুইট করেন ৷ শুভেন্দুর দাবিকে ডাহা মিথ্যে বলে দাবি করেন ৷

পরে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে এই নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘‘আমি খুব অবাক হয়ে অত্যাশ্চার্যজনক ভাবে কিছু মিথ্যাচার, কিছু কুৎসিত আকার, কিছু দুর্বিকার কিছু ধ্বংসাত্মক, কথাবার্তা বিজেপির একটি মিটিং থেকে দেখছিলাম ৷’’ এর পর তাঁর সংযোজন, ‘‘কী বলা হল ? কোনও একজন ভুঁইফোঁড়, কিম্ভুতকিমাকার পাবলিক মিটিংয়ে বলছেন তৃণমূলের জাতীয় তকমা চলে যাওয়ার পর আমি নাকি ওদের যিনি সবচেয়ে বড় নেতা শাহজি, তাঁকে আমি চারবার ফোন করেছি ৷’’

এর পর তিনি নাম না করে বিরোধী দলনেতার উদ্দেশ্যে চ্য়ালেঞ্জ ছুঁড়ে দেন ৷ বলেন, ‘‘আমি তাঁকে (অমিত শাহ) চারবার ফোন করেছি, একথা যিনি বলেন, তাঁকে জনগণের নাকখত দেওয়া উচিত ৷ ফোন করে থাকলে আমি মুখ্যমন্ত্রীর পদ ইস্তফা দেব ৷ যদি না ফোন করি তাহলে কি এর জন্য আপনারা পদত্যাগ করবেন ?’’ এর পর তিনি দাবি করেন, কেউ কেউ মিথ্যে কথা বলে বদনাম করিয়ে নিচ্ছে ৷ মানুষের কাছে পরিকল্পিত ভাবে তৃণমূল সম্পর্কে ভুল বার্তা দিচ্ছে বিজেপি ৷

একই সঙ্গে মমতার প্রশ্ন, বিজেপি যা চাইবে, তা হবে নাকি ! তাঁর কথায়, ‘‘আমরা জাতীয় দল ছিলাম, জাতীয় দল থাকব ৷’’ তাঁর অভিযোগ, বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে কারসাজি করে তৃণমূলের জাতীয় দলের তকমা বাতিল করা হয়েছে ৷ তাঁর দাবি, কারও দয়ায় তৃণমূল জাতীয় দল হয়নি ৷ লড়াই করে পেয়েছে ৷

মমতার আরও দাবি, 2016 সালে নির্বাচন কমিশন জাতীয় দল নিয়ে পর্যালোচনা করেছিল ৷ দশবছর পর এই নিয়ে পর্যালোচনা করার কথা ছিল ৷ অথচ অনেক আগেই পর্যালোচনা করা হল ৷ 2014 থেকে 2019 সাল পর্যন্ত হিসেব করা হয়েছে ৷ 2021 সালের ভোটের হিসেব ধরা হয়নি ৷

আরও পড়ুন:শাহকে মমতার ফোন নিয়ে শুভেন্দুর দাবি মিথ্যা, টুইট কুণালের

Last Updated : Apr 19, 2023, 5:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details