কলকাতা, 13 মার্চ: এই মুহূর্তে রাজ্যে বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলি চলছে । কিন্তু এই পরীক্ষা পর্ব শেষ হলেই যে কোনও মুহূর্তে ঘোষণা হয়ে যেতে পারে রাজ্যের পঞ্চায়েত ভোট । পঞ্চায়েত নির্বাচনের আগে তাই দলীয় নেতৃত্বদের নিয়ে আরও একবার বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠক (TMCs Extended Core Committee Meeting) ডেকে সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করতে চায় পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) । আগামী শুক্রবার এই বৈঠক হতে চলেছে ।
বর্তমান পরিস্থিতি পর্যালোচনা ও আগামিদিনের রণকৌশল ঠিক করতেই এই বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-সহ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব । আগামী শুক্রবার বেলা আড়াইটার সময় কালীঘাটে তৃণমূল নেত্রীর বাড়িতে এই বৈঠক অনুষ্ঠিত হবে ৷
একদিকে নিয়োগ দুর্নীতিতে রাজ্যের শাসকদলের একাধিক নেতা-নেত্রীর নাম জড়িয়েছে । পাশাপাশি সরকারি কর্মচারীরাও মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলন করছে । অস্বীকার করার জায়গা নেই এই সরকারি কর্মচারীদের আন্দোলনের প্রভাব রাজ্যের একটি বিস্তীর্ণ এলাকায় পড়েছে । আর এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনে কার্যত দলকে অ্যাসিড টেস্ট দিতে হবে । তার জন্য কতটা তৈরি দল, সেটা পর্যালোচনা করতেই তৃণমূলের এই বৈঠক ।