কলকাতা, 8 মে:মণিপুর কাণ্ডে আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই মণিপুরের হিংসার ঘটনাকে 'ম্যানমেড' বললেন বাংলার মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নে ঘূর্ণিঝড় নিয়ে পর্যালোচনা বৈঠকের মাঝেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি এই ইস্যুতে বিজেপিকেও একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী ৷
প্রসঙ্গত এদিন নবান্নে ঘূর্ণিঝড় 'মোকা' নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। সেখানেই মণিপুরের হিংসা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বাংলার প্রশাসনিক প্রধান। শুধু তাই নয়, এদিন তিনি অভিযোগ করেন, মণিপুরের হিংসার পেছনে রাজ্যের শাসকদল বিজেপির মদত রয়েছে। এর আগে মণিপুর নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করে সে রাজ্যের মানুষকে শান্তি বজায় রাখার আবেদন করেছিলেন মমতা ৷ এদিন মণিপুরের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী জানান, তিনি এই অবস্থায় কোনও রাজনীতি চাইছেন না ৷ এই মুহূর্তে শান্তি প্রতিষ্ঠা করাই প্রধান লক্ষ্য হওয়া উচিৎ। তবে একদিকে যখন মণিপুর হিংসার আগুনে জ্বলছে, এই অবস্থায় বিজেপি নেতারা ব্যস্ত কর্ণাটকের ভোটের প্রচারে এই প্রসঙ্গে মমতার জবাব, "ভোট গুরুত্বপূর্ণ নয়, অনেক বেশি গুরুত্বপূর্ণ মানুষের জীবন।" একই সঙ্গে, বাংলার মুখ্যমন্ত্রী বলেন, "এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শান্তি প্রতিষ্ঠা এবং রক্তপাত বন্ধ হওয়া। যেভাবে মানুষজনকে মারা হচ্ছে, হিংসা চলছে দেখামাত্রই গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে তাতে আমরা উদ্বিগ্ন।"
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, যেভাবে রক্তপাত চলছে, তাতে একটা প্রশ্ন বড় হয়ে উঠে আসছে এই মুহূর্তে কোনটা গুরুত্বপূর্ণ !নির্বাচনের প্রচার, নাকি মণিপুরে রক্তপাত বন্ধ হওয়া ! মুখ্যমন্ত্রী বলেন, "নির্বাচন আসবে, যাবে। কিন্তু যাদের প্রাণ যাচ্ছে তাদের প্রাণ ফেরানো যাবে কি ?" মণিপুরের এই হিংসাকে 'ম্যানমেড' আখ্যা দিয়ে মমতা বলেন, "উত্তর-পূর্ব ভারত নিয়ে সমস্যা আজকের নয়। এটা দীর্ঘদিনের সমস্যা। কিন্তু এই মুহূর্তে যা নিয়ে মণিপুর জ্বলছে। সমস্যাটা সম্পূর্ণ ম্যানমেড।"