পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Prepares for Gangasagar: 21 ডিসেম্বর নবান্নে গঙ্গাসাগর মেলা নিয়ে প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী

আগামী 21 ডিসেম্বর নবান্নে গঙ্গাসাগর মেলা নিয়ে প্রস্তুতি বৈঠকের (Mamata Prepares for Gangasagar) ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ এ বার মেলায় জনসমাগম অতীতের সব রেকর্ডকে ছাপিয়ে যেতে পারে ৷

mamata-banerjee-calls-preparatory-meeting-for-the-gangasagar-mela-at-nabanna-on-december-21
21 ডিসেম্বর নবান্নে গঙ্গাসাগর মেলা নিয়ে প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী

By

Published : Dec 16, 2022, 6:02 PM IST

কলকাতা, 16 ডিসেম্বর:হাতে বেশি সময় নেই । ক্যালেন্ডার বলছে, পৌষের আগমন শুধু সময়ের অপেক্ষা । আর এ সবের মধ্যেই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি শুরু করে দিল রাজ্য । যদিও দক্ষিণ 24 পরগনায় ইতিমধ্যেই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলা প্রশাসন । এ বার নবান্নের তরফ থেকেও গঙ্গাসাগর মেলা নিয়ে তৎপরতা শুরু হল (Mamata Prepares for Gangasagar)। আগামী বুধবার এই নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

করোনা সংক্রমণের কারণে গত দু'বছর গঙ্গাসাগর মেলা হলেও সে ভাবে লোকসমাগম হয়নি । তবে এ বছর সংক্রমণ না থাকায়, বহু মানুষের সমাগম গঙ্গাসাগর মেলায় হবে বলে মনে করছে রাজ্য প্রশাসন । আর সে কারণেই এই নিয়ে পর্যাপ্ত প্রস্তুতি নিতে চাইছে রাজ্য সরকার । মনে করা হচ্ছে, এ বছর জনসমাগম অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়ে যেতে পারে । আর তাই মেলার প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বৈঠকে বসছেন ।

মুখ্যমন্ত্রী আগামী 21 তারিখ যে বৈঠক ডেকেছেন সেখানে রাজ্যের সমস্ত দফতরের সচিবকে তিনি উপস্থিত থাকতে বলেছেন । যতদূর জানা গিয়েছে, এই বৈঠকে প্রতিবারের মতোই মেলা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী । প্রসঙ্গত, প্রতি বছরই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী । এমনকী মেলার আগে নিজে গঙ্গাসাগরে হাজির হয়ে প্রস্তুতিপর্ব পর্যালোচনা করেন । এখনও পর্যন্ত খবর, ডিসেম্বরের শেষের দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গঙ্গাসাগর উড়ে যেতে পারেন এবং সেখানে মেলার প্রস্তুতি পর্যালোচনা করতে পারেন ।

আরও পড়ুন:সাগর জুড়বে 4-লেন সেতু, রাইটসের ছাড়পত্রের অপেক্ষায় মুখ্যমন্ত্রীর স্বপ্ন

এ বছর গঙ্গাসাগর মেলায় রেকর্ড জনসমাগম হওয়ার পেছনে আরও একটা কারণ দেখছে রাজ্য প্রশাসন ৷ তা হল - এ বার যেহেতু কুম্ভ মেলা হবে না, তাই গঙ্গাসাগর দর্শনে বহু পূণ্যার্থী গঙ্গাসাগরে আসতে পারেন । ফলে রাজ্যের বাইরে থেকে বহু মানুষের ভিড় এ বার বাড়তে পারে গঙ্গাসাগরে । মনে করা হচ্ছে, এই মানুষদের নিরাপত্তা থেকে শুরু করে পরিবহণ ব্যবস্থা, এমনকী মেলা প্রাঙ্গণে তাঁদের থাকা খাওয়া-দাওয়া-সহ সমস্ত ব্যবস্থা নিয়ে আলোচনা করতেই আগামী 21 তারিখ বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী । এখন এই বৈঠক থেকে তিনি জেলা তথা রাজ্য প্রশাসনের কর্তা ব্যক্তিদের কী বার্তা দেন, সেটাই দেখার ।

ABOUT THE AUTHOR

...view details