কলকাতা, 29 নভেম্বর : শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছাড়ার পর দলের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে ফের জরুরি বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো ৷ 4 ডিসেম্বর তৃণমূলের জেলা সভাপতিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । বিশেষ এই বৈঠকে দলের সাংগঠনিক বিষয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন তৃণমূল নেত্রী ।
2021-এর নির্বাচনের আগে দলীয় সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । ঠিক এমন সময় শুভেন্দুকে নিয়ে বিড়ম্বনায় পড়েছে তাঁর দল । পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ছাড়াও প্রতিটি জেলায় শুভেন্দুর অনুগামী রয়েছে । বর্তমান প্রেক্ষাপটে শুভেন্দুর মন্ত্রিত্ব ছাড়াটা কতটা প্রভাব ফেলেছে দলের অন্দরমহলে তা নিজেই চাক্ষুষ করে নিতে চান তৃণমূল সুপ্রিমো । সম্প্রতি বাঁকুড়া সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন প্রশাসনিক কাজের পাশাপাশি দলের সাংগঠনিক কাজে নজর দেবেন তিনি । সেইমতো একগুচ্ছ পরিকল্পনা করেছেন তিনি ।
দলীয় নেতাদের মন বুঝতে বৈঠকের ডাক মমতার - resignation of Subhendu Adhikari
ডিসেম্বরের 4 তারিখ জরুরি বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো ৷ ডিসেম্বরের 7 তারিখ থেকে শুরু করবেন জেলা সফর ৷ তার আগে নেতাদের মন বুঝে নিতে চাইছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷
মমতা বন্দ্যোপাধ্যায়
7 ডিসেম্বর থেকে জেলা সফর শুরু করবেন তৃণমূল সুপ্রিমো । প্রথমেই শুভেন্দুর গড়ে সভা করবেন । এর পর একে একে অন্য জেলাগুলিতে যাবেন । তার আগে 4 ডিসেম্বর দলীয় বৈঠক করে নেতাদের মন বুঝে নিতে চাইছেন মমতা । কারা কারা BJP-র দিকে পা বাড়িয়ে রয়েছেন তা উপলব্ধি করে পরবর্তী রণকৌশল তৈরি করবেন তিনি । পাশাপাশি বৈঠক থেকে দোদুল্যমান নেতাদের প্রতি কড়া বার্তাও দিতে পারেন ৷